2nd JJBSMRGC Intra College Science Festival - 2021 (Team Based Segments)
হিগস্‌ বোসন বিজ্ঞান ক্লাব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহামিদ্যালয়ের অফিশিয়াল বিজ্ঞান ক্লাব। যাত্রার শুরু থেকেই মুজিবিয়ানদের কাছে বিজ্ঞানের সৌন্দর্যকে তুলে ধরতে এটি কাজ করে যাচ্ছে। মুজিবিয়ানদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার জন্য ২০১৯ সালে আমরা প্রথমবারের মতো আয়োজন করি অন্তঃকলেজ বিজ্ঞান মেলার। করোনা মহামারীর কারনে ২০২০ সালে কোনো বিজ্ঞান মেলার আয়োজন করতে না পারলেও, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় আমরা আগের চেয়েও বৃহৎ পরিসরে আয়োজন করতে যাচ্ছি "২য় যেযেবিএসএমআরজিসি অন্তঃকলেজ বিজ্ঞান মেলা - ২০২১"। এবছর বিজ্ঞান মেলায় থাকছে ৬টি একক ও ৩টি দলীয় সেগমেন্ট। বিজয়ীদের জন্য রয়েছে ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়াও সকল অংশগ্রহণকারীর জন্যই রয়েছে পারটিসিপেশন সার্টিফিকেট।

* এটি শুধুমাত্র মুজিবিয়ানদের জন্য
* সবাই অবশ্যই মাস্ক পরিধান করে এবং স্বাস্থ্যবিধি মেনে মেলায় অংশগ্রহণ করবে
* একজন চাইলে সবগুলো সেগমেন্টেই পারটিসিপেট করতে পারবে
* এইচ.এস.সি - ২১ ব্যাচের শিক্ষার্থীরাও চাইলে অংশগ্রহণ করতে পারবে

একক সেগমেন্টঃ
১. গণিত অলিম্পিয়াড
২. পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড
৩. রসায়ন অলিম্পিয়াড
৪. জীববিজ্ঞান অলিম্পিয়াড
৫. আইকিউ
৬. রুবিক্স কিউব
* আইকিউ এবং রুবিক্স কিউব সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
* অলিম্পিয়াডে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে

দলীয় সেগমেন্টঃ
১. প্রোজেক্ট ডিসপ্লে
২. ওয়াল ম্যাগাজিন
৩. স্ক্র্যাকবুক
* সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
* সর্বোচ্চ তিনজন শিক্ষার্থী একটি দল গঠন করতে পারবে
* প্রোজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাকবুক অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হতে হবে।

রেজিস্ট্রেশন লিংকঃ
একক সেগমেন্টঃ https://forms.gle/QFSq2UBtEfvYxiPq7
দলীয় সেগমেন্টঃ https://forms.gle/exLD7jrKCjbntHv17

প্রত্যেক সেগমেন্ট এর বিস্তারিত জানতে ইভেন্ট পেজে চোখ রাখুন।

যেকোনো প্রয়োজনেঃ

মোঃ মাহি ইসলাম
সভাপতি
হিগস্‌ বোসন বিজ্ঞান ক্লাব
ফোন নম্বরঃ 01595202982

মহিউদ্দীন সিদ্দিকী
সাধারণ সম্পাদক
হিগস্‌ বোসন বিজ্ঞান ক্লাব
ফোন নম্বরঃ 01971424520
Sign in to Google to save your progress. Learn more
Email *
কোন সেগমেন্ট এ পারটিসিপেট করতে ইচ্ছুক? *
টিম লিডারের নাম *
Name in English (According to certificate) *
ক্লাস *
রোল *
ফোন নাম্বার *
ইমেইল *
২য় সদস্যের নাম *
Name of second team member in English (According to certificate) *
২য় সদস্যের ক্লাস *
২য় সদস্যের রোল *
২য় সদস্যের ফোন নাম্বার *
৩য় সদস্যের নাম
Name of 3rd team member in English (According to certificate)
৩য় সদস্যের ক্লাস
Clear selection
৩য় সদস্যের রোল
৩য় সদস্যের ফোন নাম্বার
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy