''E-banijjo Korbo Nijer Bebsha Gorbo" Free E-commerce Training (MOC, BPC & E-CAB)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল কর্তৃক বাস্তবায়নাধীন "ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো" প্রকল্পের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহায়তায় ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ট্রেনিং শুরু: ১২ মার্চ, ২০২২
ট্রেনিংয়ের সময়: ১২ মার্চ থেকে ১১ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা
(কোন প্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়াই সম্পূর্ণ ফ্রি ১১ দিনের ই-কমার্স প্রশিক্ষণ)

*** সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
*** নিয়মিত অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
*** যারা নিয়মিত ক্লাসে যুক্ত থাকতে পারবেন শুধু তারাই আবেদন করবেন।
*** প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
*** ই-কমার্স ব্যবসা শুরুর জন্য সম্পূর্ণ গাইডলাইন প্রদান করা হবে এবং সহযোগিতা করা হবে।

যারা ই-কমার্স ব্যবসা করছেন, ই-কমার্স প্রতিষ্ঠানে কাজ করছেন, নিজেদের ব্যবসাকে ই-কমার্সে পরিণত করতে চান বা ই-কমার্স করতে আগ্রহী এরকম যেকোনো ব্যক্তি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। নারী আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প কর্তৃপক্ষ যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবেন।
***আসন সংখ্যা সীমিত।

ট্রেনিং সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন-
01844052520
01844052506
Sign in to Google to save your progress. Learn more
Email *
অনলাইনে জুমের মাধ্যমে নিয়মিত ক্লাস না করতে পারলে আবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ট্রেনিং অনলাইনে Zoom Meeting এর মাধ্যমে হবে এবং টানা ১১ দিন সকাল ১০:০০টা-বিকাল ৫টা পর্যন্ত অনলাইন ক্লাসে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকতে হবে ( ১:০০টা থেকে ২:০০টা পর্যন্ত ব্রেক থাকবে)।  আপনি কি সময় দিতে পারবেন? *
Required
আপনি অনলাইনে ব্যবসা বা ই-কমার্স করতে আগ্রহী? *
Required
সার্টিফিকেট অনুযায়ী আপনার পূর্ণ নাম ( ইংরেজিতে)- *
লিঙ্গ- *
মোবাইল নম্বর- *
বিকল্প মোবাইল নম্বর- *
বিকল্প ই-মেইল-
সর্বশেষ শিক্ষাগত ডিগ্রি- *
জন্ম তারিখ- *
MM
/
DD
/
YYYY
জাতীয় পরিচয়পত্র নম্বর- *
সম্পূর্ণ ঠিকানা- *
আপনি এখন কোন বিভাগে আছেন? *
আপনার কি নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ আছে ? *
আপনার কি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আছে ? *
আপনি কি টানা ১১ দিন সকালসকাল ১০:০০টা-বিকাল ৫টা পর্যন্ত  ট্রেনিংয়ের ক্লাসগুলো ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে করতে পারবেন? *
নিচের অপশনগুলোর মধ্যে আপনি কোনটি? *
আপনার ই- কমার্স ওয়েবসাইট বা ফেসবুক পেজের লিঙ্ক (যদি থাকে)
আপনি কি ই-ক্যাব মেম্বার? *
ধর্ম- *
এই ফরমে আমার প্রদত্ত সকল তথ্য সঠিক এবং আমি নিয়মিত ট্রেনিংয়ে উপস্থিত থাকবো। *
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy