ফরম পূরণের নির্দেশাবলী (অবশ্যই ভালভাবে পড়ে সেই অনুযায়ী পূরণ করতে হবে)
১. চলতি মাসের ২৮ তারিখের মধ্যে এর মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
২. আপনার অধীনস্ত (আঞ্চলিক কার্যালয়ের ক্ষেত্রে) সকল দপ্তরের তথ্য সন্নিবেশিত করে করে প্রদান করতে হবে
৩. একটি দপ্তর একবারই পূরণ করতে পারবেন।
৪. সকল তথ্য দেয়ার পর সাবমিট করুন। একবার সাবমিট করার পর আর সংশোধণ করা যাবে না। তাই তথ্য দেয়ার সময় সতর্ক থাকুন।
৫. সংখ্যার তথ্য পূরনের ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজী Numerical data দিতে হবে