দি এমসিসিএইচএস লিঃ “শান্তির নীড়” বৃদ্ধাশ্রম সার্ভে ফরম
বাংলাদেশ সরকার ঘোষিত পূর্বাচল নতুন শহরের সন্নিকটে কালীগঞ্জের মঠবাড়িতে নির্মাণ করা হয়েছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর বৃদ্ধাশ্রম “শান্তির নীড়”। সোসইটির সদস্য-সদস্যাদের আশাপূরনের জন্য ১ম পঞ্চবার্ষীকিতে পরিকল্পনা গ্রহন করে সোসাইটির ২য় পঞ্চবার্ষীকির আলোকে প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা হয়। ১৩১ শতাংশ জমি নিয়ে প্রকল্পের কাজ শুরু করা হয়। প্রবীণ নাগরিক বা বৃদ্ধ-বৃদ্ধা যাদের সন্তানরা বিদেশে থাকে বা দেশে থাকলেও ব্যস্ততার কারনে বাবা-মায়ের সেবা-যত্ন  করতে পারেনা বা করার মত কেউ নেই বা থাকলেও সেবার বিশেষ প্রয়োজন রয়েছে তাদের কথা চিন্তা করে প্রকল্প গ্রহন করা হয়েছে। এই প্রকল্পে সামাজিক বিনিয়োগ নিশ্চিত করনের মাধ্যমে আর্থ-সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং সার্বজনীন ভাবে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ প্রকাশ করা।
Sign in to Google to save your progress. Learn more
দি এমসিসিএইচএস লিঃ “শান্তির নীড়” বৃদ্ধাশ্রম
১। সামাজিক দায়বদ্ধতা থেকে শান্তির নীড় বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে। এর সাথে আপনি কি একমত?
*
২। আপনি / আপনারা দি এমসিসিএইচএস লিঃ “শান্তির নীড়” বৃদ্ধাশ্রম থেকে আরও কি কি সুযোগ-সুবিধা প্রত্যাশা করেন?
*
৩। শান্তির নীড়ে বসবাসের জন্য একজন প্রবীনের মাসিক রুম রেন্ট- খাবার, প্রাত্যহিক প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ঔষধ পত্রাদি ও ব্যায়ামসহ কত হওয়া উচিৎ বলে আপনি মনে করেন?
*
৪। এখানে বসবাসকারীদের জন্য নিরাপত্তা জোরদার করনের জন্য আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
*
Required
৫। একজন ব্যাক্তির বয়স কত হলে সে শান্তির নীড়ে প্রবেশের যোগ্যতা পেতে পারে?
*
৬। কেয়ার গিভারের প্রয়োজনীয়তা আছে কিনা?
*
৭। আপনার নাম ?
*
৮। আপনার বর্তমান ঠিকানা?
*
৯। আপনার বয়স ?
*
১০। আপনি একজন পুরুষ নাকি মহিলা ?
*
১১। আপনার বর্তমান পেশা ?
*
১২। আপনার মোবাইল নাম্বার ?
*
১৩। আপনার ইমেইল এড্রেস ?
*
১৪। আপনি কি দি এমসিসিএইচএস লিঃ এর একজন সদস্য ?
*
১৫। দি এমসিসিএইচএস লিঃ এর সদস্য নং ?
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy