'আখতারুজ্জামান ইলিয়াস ও শিল্প-সাহিত্যে প্রতিরোধ'
মানুষের প্রতি দায়বদ্ধ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ দিবস উপলক্ষে Empathy Nation (এমপ্যাথি ন্যাশন) এর আয়োজনে আগামী ৪ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, রাত ৯.৩০ মিনিটে 'আখতারুজ্জামান ইলিয়াস ও শিল্পে, সাহিত্যে প্রতিরোধ' ভার্চুয়ালি জুম প্লাটফরমে আয়োজন করতে যাচ্ছে। এতে আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।
 
কোন ফি ছাড়াই অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন করার মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারবেন।

রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdANOXdKgGIs-XNka9zt62hhcdSznBrY7zUBv8jijk-6fRwcA/viewform?usp=sf_link

জুম লিংক:

তারিখ ও সময়: আগামী ০৪ জানুয়ারি মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট

এ আয়োজন এমপ্যাথি নেশন -এর ফেসবুক পেইজ https://www.facebook.com/empathy7com থেকেও দেখা যাবে।  

১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় প্রয়াত হন বাংলা সাহিত্যের কিংবদন্তি আখতারুজ্জামান ইলিয়াস। তার লিখিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ও 'খোয়াবনামা' সাহিত্যগুণে অসামান্য। এছাড়া পাঁচটি গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন 'সংস্কৃতির ভাঙা সেতু' এর জন্য আখতারুজ্জামান ইলিয়াস আলাদা অন্য অনেকের চেয়ে।

'আখতারুজ্জামান ইলিয়াস ও শিল্পে, সাহিত্যে প্রতিরোধ' শীর্ষক আয়োজনের অতিথি কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল লেখালেখি শুরু করেন নব্বইয়ের দশকের শুরুতে। তার লিখিত গল্পগ্রন্থ 'ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ্য' ২০০৭ সালে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার অর্জন করে। আহমাদ মোস্তফা কামাল তার দ্বিতীয় উপন্যাস 'অন্ধ জাদুকর' এর জন্য ২০০৯ সালে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেন। তৃতীয় উপন্যাস 'কান্নাপর্ব' এর জন্য তিনি ২০১৩ সালে জেমকন সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
Sign in to Google to save your progress. Learn more
Full Name *
Contact Number *
Email ID *
Occupation *
Institution (Ex: University/Company/Organization etc. Full Name) *
How did you know about this event?
Clear selection
Please share your expectations from the virtual discussion
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy