JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
৫০০ পরিবার পাবে নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা
চুইঝাল একটি পারিবারিক উদ্যোগ। এর প্রতিটি পন্যের পেছনে ছিল নিজের স্বার্থ। আমার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই চুইঝাল নিয়ে পথচলা শুরু হয়। এর পর ধিরে ধিরে এর পরিধি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ পরিবারের সুস্বাস্থের স্বার্থে কাজ করছি।
আমারা সিদ্ধান্ত নিয়েছি। ৫০০ পরিবার কে প্রাথমিক ভাবে আমাদের খাঁটি এবং প্রাকৃতিক পন্যে পৌঁছে দিব।
কিভাবে নিশ্চিত করবো আমাদের পণ্যের মানঃ
আমরা উৎপাদন থেকে বিপনন এই পুরো প্রক্রিয়া নিজেদের তত্ত্বাবধায়নে করবো।
কোন ধরনের রাসায়নিক সার এবং কিটনাশন ব্যবহার করা হবে না ।
জিরো বাজেট কৃষি বা SPNF পদ্ধতি ব্যবহার করে সব ধরনের পণ্য উৎপাদন করা হবে।
বেসিক এই ৩ টা জিনিষ ঠিক রাখলে উৎপাদিত পণ্যের গুনগত এবং পুষ্টিগুণ অটুট থাকবে।
* Indicates required question
নাম
*
Your answer
মোবাইল নম্বর
*
Your answer
ঠিকানা
*
Your answer
এরিয়া
*
মিরপুর ডি ও এইচ এস, মিরপুর ১৩, ১২, ১১, ৬, ৭, ২, ঢাকা ক্যান্টনমেন্ট
ধানমন্ডি, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী
উত্তরা সেক্টর সমূহ
গুলশান ১-২, বারিধারা ডি.ও.এইচ.এস, বনানী, বনানী ডি.ও.এইচ.এস এবং মহাখালি ডি.ও.এইচ.এস
বসুন্ধরা আবাসিক এলাকা, খিলখেত, নিকুঞ্জ ২
Other:
কি কারনে রেজিস্ট্রেশন করছেন?
*
Your answer
কি কি পন্য নিতে আগ্রহি?
*
Your answer
সম্ভাব্য পণ্যের তালিকা
সম্ভাব্য পণ্যের তালিকাঃ
আমারা কি কি পণ্য উৎপাদন এবং বিপনন করবো তার একটা সম্ভাব্য তালিকা তৈরি করেছি। সব পণ্য এক সাথে পাওয়া যাবে না। যেটা যখন আসবে আমাদের নিয়মিত ক্রেতাদের জানিয়ে দেওয়া হবে। সবার চাহিদা পুরন না হলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার নাওয়া হবে।
চালঃ
১। পাহাড়ি চাল (জুমের চাল)
২। লাল চাল
৩। নানা ধরনের দেশি চাল
ভিভিন্ন রকমের ফলঃ
১। আম
২। পেপে
৩। কলা
৪। লিচু
৫। তরমুজ
৬। ড্রাগন
৭। সফেদা
৮। পেয়ারা
সবজিঃ
১। কাঁচা পেপে
২। ঝিঙে
৩। ঢেঁড়স
৪। কলল্লা
৫। লাউ
৬। ধুন্দুল
৭। ফুলকপি
৮। লাল শাক
৯। গাজর
১০। টমেটো
১১। সজিনা
গুড়া মসলাঃ
১। হলুদের গুড়া (পাহাড়ি)
২। মরিচের গুড়া
৩। জিরার গুড়া
৪। ধনিয়ার গুড়া
৫। দেশি গোল মরিচ
তেলঃ
১। সরিষার তেল
২। নারিকেল তেল
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms