জাতীয় শোক দিবস ২০২০: পাঠচক্র
প্রতি বছর ১৫ আগস্ট আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে। ১৯৭৫ সালের এদিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। সেই থেকে দিনটি মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত শোকের দিন।

১৫ আমাদের জাতীয় শোক দিবস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে।

আজকের বাংলাদেশ যে উন্নয়নের ধারায় পরিচালিত হচ্ছে তা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাতেই ।

দিনটিতে শহীদদের স্মরণে সিরাক-বাংলাদেশ বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি পাঠ চক্রের আয়োজন করবে যা ডিজিটাল মাধ্যমে সারাদেশের তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করবে ।

তারিখ: ১৫ আগস্ট ২০২০
সময় : বিকেল ৩  টা
মাধ্যম: Zoom
Zoom লিঙ্কঃ রেজিস্ট্রেশনের পর ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।
ফর্ম পূরণের শেষ সময়ঃ ১৩ আগস্ট, দুপুর ১২ টা।

এ বিষয়ে যে কোন জিজ্ঞাসায় এই নাম্বারে (০১৬৮৯১৬৪৮১০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
Sign in to Google to save your progress. Learn more
নাম *
শিক্ষা প্রতিষ্ঠান/ সংগঠন এর নামঃ *
ঠিকানা *
ইমেইল এড্রেস *
ফোন নাম্বার *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of SERAC-Bangladesh . Report Abuse