Risk Profiling Questionnaire (ঝুঁকি সংক্রান্ত প্রশ্নাবলী)
অনুগ্রহ করে নিচের প্রশ্নগুলো দেখুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন । এই প্রশ্নগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আপনি বিনিয়োগের জন্য কতটা ঝুঁকি নিতে প্রস্তুত।
Sign in to Google to save your progress. Learn more
Email *
ট্রেডিং কোড
নাম *
ফোন নং *
ইমেইল আইডি *
১) তুলনামূলক ভাবে কতটা আর্থিক ঝুঁকি আপনি নিতে পারেন? *
২) আর্থিক বিপর্যয়ের সঙ্গে কতটা নিজেকে মানিয়ে নিতে পারেন? *
৩) আর্থিক ক্ষেত্রে “ঝুঁকি” বলতে প্রথমেই আপনার মনে কী পড়ে? *
৪) আর্থিক ক্ষেত্রে কোন বড় সিদ্ধান্ত নেবার সময় কোন চিন্তা আপনাকে সব থেকে বেশি প্রভাবিত করে? সম্ভাব্য ক্ষতি অথবা সম্ভাব্য লাভ? *
৫) এই মুহূর্তে কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে হলে আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত? *
৬) ধরা যাক ৫ বছর আগে আপনি খুবই নামী একটি সংস্থার শেয়ার কিনেছিলেন। সেই বছরই ওই সংস্থার আভ্যন্তরীণ দুর্বল ব্যবস্থাপনার জন্য সংস্থার বিক্রয় খুবই কমে যায়। এর প্রভাব সংস্থার শেয়ারের দামের উপরেও পড়ে এবং শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম খুবই কমে যায় এবং আপনি সেই শেয়ার কম দামে বেঁচে অনেক টাকা লোকসান করেন। বর্তমানে সেই সংস্থাকে নতুন ভাবে সাজানো হয়েছে, আর্থিক বিশেষজ্ঞদের অধিকাংশই মনে করেন আগামী দিনে অন্যান্য অনেক সংস্থার শেয়ারের তুলনায় এই সংস্থার শেয়ার থেকে গড়পড়তায় ভালো আয় করার সুযোগ আছে। আগের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে আপনি কি নতুন করে আবার এই সংস্থার শেয়ার কিনবেন? *
৭) আর্থিক বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেও পারে আবার কমেও যেতে পারে। আর্থিক বিশেষজ্ঞরা সবসময় একথা মাথায় রেখে বিনিয়োগ করার উপদেশ দেন। আপনার বিনিয়োগ করা অর্থের ক্ষতি কতদূর পর্যন্ত গেলে আপনি মেনে নিতে পারবেন? *
৮) বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিয়ে একটি “বিনিয়োগ পোর্টফলিও” তৈরি হয় । কিছু বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ এবং তাতে বেশি রিটার্ন পাবার সুযোগ আছে, কিছু ক্ষেত্রে মোটামুটি ঝুঁকি নেওয়ার মাধ্যমে মোটামুটি রিটার্ন পাবার সুযোগ আছে এবং কিছু ক্ষেত্রে ন্যূনতম ঝুঁকির সঙ্গে ন্যূনতম রিটার্ন পাবার সুযোগ আছে। যেমন শেয়ার বা রিয়েল এস্টেট-এ বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ এবং সেখান থেকে বেশি রিটার্ন পাবার সুযোগ, আবার নগদ টাকা এবং ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট খুবই কম ঝুঁকিপূর্ণ এবং সেখান থেকে রিটার্নও খুবই সীমিত। কোন ধরনের বিনিয়োগ কতটা করা আপনার পক্ষে আকর্ষণীয়? পুরোটাই ন্যূনতম ঝুঁকির সঙ্গে ন্যূনতম রিটার্নের জন্য বিনিয়োগ, অথবা পুরো বিনিয়োগের জন্য অত্যধিক রিটার্নের সম্ভাবনায় অত্যধিক ঝুঁকি নেওয়া অথবা এই দুইয়ের মাঝামাঝি কিছু? *
৯) কিছু কিছু বিনিয়োগের পূর্বনিধারিত ভবিষ্যৎ মূল্য থাকে। যেমন নগদ। অথবা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট-এ বিনিয়োগের সময় নির্দিষ্ট ভাবে জানা যায় যে সুদ সহ ভবিষ্যতে কত টাকা পাওয়ার কথা। এই ধরনের বিনিয়োগে কিন্তু মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতে সম্পদের ক্রয়ক্ষমতা অনেকটাই কমে যায়। অন্য ধরনের বিনিয়োগ, যেমন শেয়ার, রিয়েল এস্টেট ইত্যাদিতে কোনো পূর্বনিধারিত রিটার্ন এর কথা বলা থাকে না। স্বল্পমেয়াদে এই ধরনের বিনিয়োগের মূল্য ক্রয়মূল্যের নীচেও নেমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দীর্ঘমেয়াদে এই বিনিয়োগে নিশ্চিতভাবেই লাভ মুদ্রাস্ফীতির তুলনায় বেশি হওয়ার কথা।আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ – যে টাকা বিনিয়োগ করেছেন তার মূল্য কোনো সময়েই কমে যাবে না – অথবা আপনার বিনিয়োগ করা সম্পদের ভবিষ্যৎ ক্রয়ক্ষমতা একই রকম থাকবে? *
১০) একটি বিনিয়োগ পোর্টফলিও থেকে আগামী ১০ বছরে আপনি গড়পড়তায় কত আয় প্রত্যাশা করেন? সমপরিমাণ অর্থ যদি আপনি একটি ১ বছরের ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট-এ  বিনিয়োগ করেন, তাহলে ফিক্সড ডিপোজিটটির তুলনায় এই ধরনের বিনিয়োগ থেকে কতগুণ লাভের প্রত্যাশা করবেন? *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Dayco Securities Pvt Ltd. Report Abuse