সোনারতরী ফুলকি
নিয়মাবলীঃ (ফরম পূরণের আগে ভালভাবে পড়ার আহ্বান রইলো)
১. প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করা আবশ্যক।
২. ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স ন্যূনতম ৫+ হতে হবে। বয়সসীমা ৫-১৬ বছরের শিশুকিশোর।
৩. ৬- ১৬ বছর বয়সীরা যেকোনো একটি মূল বিষয় (সঙ্গীত, চারুকলা, ভরতনাট্যম, কত্থকনৃত্য)
        নির্বাচন করবে। শুধুমাত্র ৫+ বছর বয়সীদের ক্ষেত্রে “দুষ্টু মিষ্টির দল” টি নির্বাচন করতে হবে।
        ৫+ শিশুদের ক্ষেত্রে কোনো মূল বিষয়
        থাকবেনা তবে নানা বিষয় সমন্বয় এর মাধ্যমে ক্লাসের বিষয় নির্বাচন করা হবে।
৪. যারা যেকোনো একটি মূল বিষয় (সঙ্গীত, চারুকলা, ভরতনাট্যম, কত্থকনৃত্য) নির্বাচন করবে
        তাদের মধ্যে সঙ্গীত ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা শুক্রবার সকাল ১০.৩০- দুপুর ১২টা
        সশরীরে ফুলকিতে মূল বিষয়ের ক্লাস করবে ও শনিবার বিকেল ৪.৩০ এ জীবনশৈলীর ক্লাস
        করবে অনলাইনে। তবে নৃত্যাঞ্জলির ভরতনাট্যম ও কত্থক বিভাগের শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন
        বৃহস্পতিবার বিকেল ৫.০০ টা - সন্ধ্যা ৭ টা শুক্রবার সকাল ৯.৩০ - ১২.০০ টা সশরীরে স্কুলে
       এসে ক্লাস করবে। ৫+ শিশুদের ক্ষেত্রে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বিকেল ৫টায় শুধুমাত্র
         অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে, তাদের সরাসরি ক্লাস আপাতত হবেনা।
৫.  যারা কোনো মূল বিষয়ে ক্লাস না করে শুধু জীবনশৈলীর ক্লাস করতে আগ্রহী তারা শনিবার
        একদিনই অনলাইনে ক্লাস করবে। (৫+ শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
৬.  মূল বিষয়ের ক্লাসগুলোতে নির্দিষ্ট বিষয়গুলোর প্রশিক্ষণ প্রদান করা হবে আর জীবনশৈলীর
         ক্লাসে আনুসাঙ্গিক বিষয় আবৃত্তি, গল্প, ব্রতযোগ, বিখ্যাতদের জীবনীপাঠ, ঐতিহাসিক বিষয়,
         তথ্যমূলক বিষয়, সাম্প্রতিক বিষয়সহ নানা কিছু নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হবে।
         ৫+ শিশুদের জন্য তাদের উপযোগী নানা সৃষ্টিশীল বিষয় নিয়ে ক্লাস সাজানো হবে।
৭.  অনলাইন ক্লাসগুলো অনুষ্ঠিত হবে জুম সফটওয়্যার এর মাধ্যমে।
৮.  ফরম সঠিকভাবে পূরণের পর শিক্ষার্থীকে বয়স ও বিষয়ানুযায়ী দুটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ দলে
        (একটি মুল বিষয়ের জন্য ও একটি জীবনশৈলীর জন্য) যুক্ত করে নেয়া হবে। ৫+শিশুদের
        আলাদা একটি হোয়াটস অ্যাপ দলে যুক্ত করা হবে। হোয়াটস অ্যাপ দলগুলোতেই যাবতীয়
        নোটিশ প্রদান করা হবে।
৯.  অনলাইন ক্লাসের ক্ষেত্রে নির্দিষ্ট হোয়াটস অ্যাপ দলে ক্লাস শুরুর ৫ মিনিট আগে জুম আইডি
         পাসওয়ার্ড দিয়ে দেয়া হবে।
১০.  ভর্তির নিবন্ধন ফি ১০০০/= টাকা। তবে যারা শুক্রবার মূল বিষয়ে ক্লাস না করে শুধুমাত্র শনিবার
         জীবনশৈলীতে ক্লাস করবে তাদের জন্য ৫০০/= টাকা এবং ৫+ শিশুদের জন্য ১০০০/= টাকা।
১১.    চারুকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের মাসিক বেতন ৫০০/= টাকা, যারা সপ্তাহে দুদিনই
         ক্লাস করবে।  ‘শুধুমাত্র জীবনশৈলী’ শিক্ষার্থীদের মাসিক বেতন ৩০০/= টাকা, নৃত্যাঞ্জলি
         বিভাগের ভরতনাট্যম ও কত্থক বিভাগের মাসিক বেতন ৭০০/= টাকা এবং ৫+ শিশুদের বেতন
         হবে ৫০০/= টাকা।
১২.   ক্লাসের নিয়মাবলী ও মাসিক বেতন প্রদানের নিয়মাবলী পরবর্তীতে নির্দিষ্ট হোয়াটস অ্যাপ দলে
          জানিয়ে দেয়া হবে।
১৩.   বিকাশে নিবন্ধন ফি ও প্রথম মাসের বেতন পরিশোধের নিয়মাবলিঃ

#        ফুলকির নির্দিষ্ট বিকাশ নম্বরঃ ০১৬৪২৯৯৮৪৪১।

#        এটি একটি মার্চেন্ট হিসাব। বিকাশ অ্যাপস এর মাধ্যমে অথবা *২৪৭# টিপে
           ‘Make Payment/ Payment’ অপশান থেকে অর্থ প্রেরণের সময় অনুগ্রহ করে নম্বরটি
           একাধিকবার মিলিয়ে নেবেন।

#        বিকাশে নিবন্ধন ফি ও প্রথম মাসের বেতন পরিশোধের সময় অবশ্যই রেফারেন্স নম্বর
           উল্লেখ করবেন।
●         রেফারেন্স হবেঃ নিন্মোল্লিখিত নির্দিষ্ট কোড, শিক্ষার্থীর নাম।

বি.দ্র. মাঝখানে কোনো space হবে না এবং সবমিলিয়ে ২৫ এর বেশি সংখ্যা হবে না
নির্দিষ্ট কোডঃ ST
প্রথমে নির্দিষ্ট কোড ST এরপর শিক্ষার্থীর নাম
উদাহরণঃ STzeenatislam

# পরিশোধের সময় শতকরা ১.৬ টাকা হারে অতিরিক্ত বিকাশ চার্জ প্রদান করতে হবে। (অর্থাৎ প্রতি ১০০০/= টাকায় ১৬ টাকা হারে মোট অর্থ হবে ১০১৬/= টাকা)। এক্ষেত্রে চারুকলা ও সঙ্গীত বিষয়ের শিক্ষার্থীরা নিবন্ধন ফি ও ১ম মাসের বেতন সহ পরিশোধ করবে ১৫২৪/= টাকা [নিবন্ধন ফি ১০০০/= + ১ম মাসের বেতন ৫০০/= + বিকাশ চার্জ ২৪/=] , ভরতনাট্যম ও কত্থকনৃত্য বিভাগের শিক্ষার্থীরা নিবন্ধন ফি ও ১ম মাসের বেতন সহ পরিশোধ করবে ১৫২৮/= টাকা [নিবন্ধন ফি ১০০০/= + ১ম মাসের বেতন ৭০০/= + বিকাশ চার্জ ২৮/=]  ‘শুধুমাত্র জীবনশৈলী’র শিক্ষার্থীরা নিবন্ধন ফি ও ১ম মাসের বেতন সহ পরিশোধ করবে ৮১৩/= টাকা [নিবন্ধন ফি ৫০০/= + ১ম মাসের বেতন ৩০০/= + বিকাশ চার্জ ১৩/=],  ৫+ শিক্ষার্থীরা নিবন্ধন ফি ও ১ম মাসের বেতন সহ পরিশোধ করবে ১৫২৪/= টাকা [নিবন্ধন ফি ১০০০/= + ১ম মাসের বেতন ৫০০/= + বিকাশ চার্জ ২৪/=]।

#      এক্ষেত্রে নিজস্ব বিকাশ একাউন্ট ব্যতিত দোকানে এজেন্টের মাধ্যমে বেতন পরিশোধ
         করলে এজেন্ট অতিরিক্ত চার্জ করতে পারে যা বেতন ও বিকাশ চার্জের অন্তর্ভুক্ত হবেনা।

#       বিকাশ করার পর অবশ্যই ফিরতি এসএমএস টি সংরক্ষণ করে রাখবেন।

Google에 로그인하여 진행상황을 저장하세요. 자세히 알아보기
শিক্ষার্থীর পুরো নাম : *
মূল আগ্রহের বিষয় (যেকোনো একটি বিষয় নির্বাচন করতে হবে) *
লিঙ্গ *
মায়ের নাম : *
পেশা : *
বাবার নাম *
পেশা : *
শিক্ষার্থীর বয়স (নিবন্ধনের দিন পর্যন্ত) *
নিয়মিত স্কুলে কোন শ্রেণিতে অধ্যয়নরত? *
বিকাশে নিবন্ধন ফি ও ১ম মাসের বেতন পরিশোধের পর ট্রান্সেকশন নম্বরটি এখানে উল্লেখ করুন
মুঠোফোন (মা) : *
মুঠোফোন (বাবা) : *
হোয়াটঅ্যাপ নং : (শুধুমাত্র ১ টি নম্বর, যার মাধ্যমে দলে যুক্ত করা হবে) *
ই-মেইল *
বর্তমান ঠিকানা *
স্থায়ী ঠিকানা : *
제출
양식 지우기
Google Forms를 통해 비밀번호를 제출하지 마세요.
이 콘텐츠는 Google이 만들거나 승인하지 않았습니다. 악용사례 신고 - 서비스 약관 - 개인정보처리방침