National Youth Entrepreneurship Summit 2023
বিশ্বের বড় প্রতিষ্ঠান গুলো আজকে যে সফলতা পেয়েছে তার পিছনে গল্পের কারিগর হলো তাদের সৃজনশীল উদ্ভাবনী শক্তি ও তারুণ্যনির্ভর উদ্যোক্তা। যা বেকারত্বের হতাশা থেকে নতুন উদ্যোক্তা হতে লক্ষ লক্ষ তরুণ তরুণীর অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

তবে কি আমাদের তরুণরা এখনো পিছিয়ে আছে? না; বিশ্বের অর্থনৈতিক দেশগুলোর তালিকায় বাংলাদেশকে স্থান করে নিতে আমাদের তরুণরা প্রশংসনী ভূমিকা রাখছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকেও কল্পনাতীতভাবে এগিয়ে যাচ্ছে।  

তাহলে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হওয়ার জন্য কি প্রয়োজন? প্রয়োজন বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞান, দক্ষতা এবং দিকনির্দেশনা। সেইসাথে দরকার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগানোর মতো গুণাবলী। নতুন উদ্যোক্তারা শুরুতেই বিপাকে পরে সৃজনশীল আইডিয়া, ক্রিয়েটিভ বিজনেস মডিউল ডিজাইন ও  ব্যাংকিং সেক্টরের সহযোগিতা মতো বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞান এবং দিকনির্দেশনার অভাবে।

উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের যাত্রা সহজতর করতে প্রতিটি সেক্টরে অন-স্পট গাইডলাইন সহ বিভিন্ন বিষয়ে যুগোপযোগী দিকনির্দেশনা দিতে দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ এন্ট্রেপ্রেনিউর সামিট ২০২৩- আয়োজন করতে যাচ্ছে এগ্রিন ফাউন্ডেশন। দিনব্যাপী তরুণদের এই মিলন মেলায়  থাকছে বিজনেস আইডিয়া শেয়ারিং, ক্রিয়েটিভ বিজনেস মডিউল ডিজাইন, মার্কেট এনালাইসিস প্রসেস, বিজনেস ডাটা কালেকশন মেথড ও ব্যাংকিং লোন বিষয়ক পরামর্শ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। চমক হিসেবে থাকছে আরো অনেক বিষয়।

দেশবরেণ্য আলোচক, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও অভিজ্ঞ প্যানেলিস্ট এই সামিটে  উপস্থিত থাকবেন। এই সামিট থেকে তরুণ উদ্যোক্তারা একটি সৃজনশীল গাইড লাইন ও কাঙ্খিত সমাধান খুঁজে পাবে।

তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৩; শুক্রবার
সময়ঃ সকাল ১০.০০- ৪.০০ ঘটিকা।
স্থানঃ কেআইবি অডিটোরিয়াম, ফার্মগেট।

পেমেন্ট করার বিবরণঃ
স্টুডেন্টঃ ৪৯ টাকা
প্রফেশনালঃ ৫৯৯ টাকা

বিকাশঃ 01680 589878 (সেন্ড মানি)
নগদঃ 01919 701173 ( সেন্ড মানি)
রেজিস্ট্রেশনের লাস্ট ডেট: ১১ অক্টোবর ২০২৩

অংশ গ্রহণকারীদের জন্য থাকছেঃ
১। কলম, ডায়েরী ও সার্টিফিকেট
২।  স্ন্যাক ও লাঞ্চ বক্স
৩। গিফট বক্স

যারা যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
তরুণ উদ্যোক্তা, স্টুডেন্ট ও  প্রফেশনালস। 
Sign in to Google to save your progress. Learn more
Name
*
E-mail Address
*
Contact Number
*
Institute/Company Name
*
 Payment Method
bkash- 01680 589878
Nagad- 01919 701173
Registration Fee: Student 490 TK
                               professional 590 Tk
*
Transaction No
*
How did you find out about this workshop?
*
Are you interested in becoming a campus ambassador of AGREEN Foundation?
*
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy