রাইটার্স গ্যারাজ
রাইটার্স গ্যারাজে অংশ নিন, হয়ে উঠুন ছাপার অক্ষরে প্রকাশিত বইয়ের লেখক

ভালো লিখতে পারেন? নিয়মিত নিজের মনের ভাব, মনের চিন্তাকে গল্প, কবিতা, লেখনীর মাধ্যমে প্রকাশ করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া, ব্লগ এমনকি পত্রিকায়? পাণ্ডুলিপি তৈরি হয়ে আছে কিন্তু নানা সীমাবদ্ধতায় সেই পাণ্ডুলিপি মলাটে বাঁধা হয়ে পাঠকের হাত পর্যন্ত পৌঁছুচ্ছেনা?

ভালো লিখতে পারাটা নিঃসন্দেহে একটি বড় গুণ। তবে লিখতে পারা থেকে সত্যিকারের লেখক হওয়ার পথচলাটা সাধনা ও নিষ্ঠার এবং অনেক প্রতিবন্ধকতা সংকুল। এই বাধা ডিঙ্গাতে হয়তো অভিজ্ঞ লেখকদের একটু পরামর্শ এবং প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগই যথেষ্ট । বাংলাদেশের উদীয়মান লেখকদের এমন প্রতিবন্ধকতাগুলো দূর করে তাদের সম্ভাবনার দিকটিকে আরও আলোকোজ্জ্বল করতে দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা সমূহকে সাথে নিয়ে আয়োজিত হচ্ছে "রাইটার্স গ্যারাজ" যা যৌথভাবে আয়োজন করছে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ফ্যাসিলিটেশন গ্লোবাল এবং বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন। এই আয়োজনে অংশ নিয়ে লেখকরা তাদের পাণ্ডুলিপির অংশবিশেষ পাঠাবেন আমাদের কাছে, আয়োজনের সাথে যুক্ত প্রকাশকেরা আপনাদের পাঠানো পাণ্ডুলিপি থেকে বেছে নিবেন সেরা পাণ্ডুলিপিগুলো, যা পরবর্তীতে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট  প্রকাশকদের প্রকাশনা সংস্থা হতে বই আকারে প্রকাশিত হবে। আয়োজনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক প্রকাশনা সংস্থা ন্যূনতম একটি পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করবেন।

এর পাশাপাশি আপনার পাণ্ডুলিপিকে আরেকটু পরিণত করতে এই আয়োজনের সকল অংশগ্রহনকারীদের জন্য থাকছে খ্যাতনামা লেখকদের অংশগ্রহনে নিম্নোক্ত শিরোনামের চারটি ওয়েবিনারঃ

সেশন ০১- ছোট গল্প বা উপন্যাস; পাঠকপ্রিয় কল্পসাহিত্য রচনার কলাকৌশল
সেশন ০২- সফল ননফিকশন রচনায় হাতেখড়ি
সেশন ০৩- অনুবাদ সাহিত্যের ষোলকলা
সেশন ০৪- অনলাইন প্ল্যাটফর্মে নিজের লেখক স্বত্তার ব্যবস্থাপনা

বাংলাদেশে উদীয়মান লেখকদের উৎসাহিত করতে প্রকাশকদের সাথে নিয়ে এমন যূথবদ্ধ আয়োজন সম্ভবত এটাই প্রথম। হয়তোবা এই আয়োজনের মাধ্যমেই আমরা পেতে যাচ্ছি বাংলাদেশের হয়ে পরবর্তী ম্যান বুকার বা পুলিৎজার পুরষ্কার জয়ী লেখক, কিংবা পরবর্তী একজন স্টিফেন কিং, হারুকি মুরাকামি বা হুমায়ুন আহমেদ। মানুষ বাঁচে স্বপ্নে, তাই স্বপ্ন দেখতে দোষ কোথায়?

রেজিস্ট্রেশন ফীঃ ৪৯৯ টাকা

01689200164 নাম্বারে রেজিস্ট্রেশন ফী বিকাশ করে বিকাশ ফোন নাম্বার ও ট্র্যানজ্যাকশন আইডি ফরমে প্রদানের জন্য সংরক্ষন করুন।

যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন 01517815717

বিঃদ্রঃ অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে সার্টিফিকেট
Email *
Full Name *
Phone Number *
Manuscript Title (Write N/A if no Manuscript) *
I have paid BDT 499/- to Bkash No: 01689200164 as an enrollment fee on writers garage. *
Required
Bkash Number from which you paid the fee? (Use reference name if applicable) *
Transaction ID (Use reference name if applicable) *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy