ছানাপোনারা শিখবে ছড়া

কেন "ছানাপোনারা শিখবে ছড়া" তে আপনার বাচ্চাকে দেবেন?
• বাচ্চার উচ্চারণের গাঁথুনি অধিকাংশ নির্ভর করে মায়ের উপর। কারণ কোর্স পরবর্তী প্রাকটিসের সিংহভাগ নির্ভর করে মায়েদের উপর। ছানাপোনারা শিখবে ছড়া কোর্সে একই স্ক্রিনে শিশুর সাথে তার মাও একত্রিত হয়। প্রশিক্ষক অভিজ্ঞ এবং একজন নারী। প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের মা, উভয়েই নারী হওয়াতে উভয়দিক দিয়েই কানেকশনটা স্বতঃস্ফূর্ত হয়। প্রশ্ন-উত্তর স্বতঃস্ফূর্ত হয়। এতে করে, মুখের ব্যায়াম, মুখের অংগভঙ্গি বাচ্চা এবং বাচ্চার মা উভয়েই গ্রহণ করতে পারেন। (তবে যদি কোনও মা স্ক্রিনে না আসতে চান, সেটা ভিন্নকথা।)
• প্রাকটিসের সুবিধার্থে আমরা ক্লাসের প্রেজেন্টেশনের প্রিরেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। যেটা লাইভ ক্লাস রেকর্ড ভিডিও এর চেয়েও অনেক কার্যকরী। (লাইভ ক্লাসের রেকর্ড ভিডিওতে ক্যাজুয়ালী কিছু কথা এসে যায়, যা অধিকাংশ ক্ষেত্রে কার্যকরী নয়। ভিডিওটা বড়ও হয়, সময়েরও অপচয় হয়। ধৈর্য্য ধরে দেখাও যায়না।) আর যেহেতু স্ক্রিনে মায়েরা থাকবেন, মুখের ব্যায়াম বাচ্চার হয়ে রিসিভ করবেন। তাই আমরা স্ক্রিন রেকর্ডিং করবোনা, যাতেকরে মায়েরা স্ক্রিনে আসতে অস্বস্তিবোধ না করেন। আপনাদের যে প্রেজেন্টেশনের প্রিরেকর্ডেড ভিডিও দেয়া হবে, সেগুলোই যথেষ্ট, সেই প্রিরেকর্ডেড ভিডিওতে বাচ্চার মায়েরা থাকবেনা। অপ্রয়োজনীয় জিনিসও থাকবেনা।
• এটাকে বলা যেতে পারে, দীর্ঘমেয়াদী কোর্স। অর্থাৎ মূল ক্লাস শেষ হবার পরও থাকে মাসে অন্তত একবার "ছড়া উৎসব" নামে প্রাকটিস সেশন। রেজিস্ট্রেশন করা বাচ্চাদের জন্য এটা সবসময়ই ফ্রি থাকবে।
• বাচ্চাদের এক ঘন্টা ধরে রাখার জন্য ক্লাসগুলো যেন মজার হয়, সেরকম ডিজাইন করা হয়েছে। আশাকরি কোনও শিশুই বিরক্ত হবেনা।
• এই কোর্সের সাথে শুধু প্রশিক্ষক নন। একটা টিম জড়িয়ে আছে। আমাদের টাইম ম্যানেজমেন্ট আর সার্বিক ম্যানেজমেন্ট সেটা লোকাল নাকি আন্তর্জাতিক মানের এটা আপনারা কোর্সের প্রথম দিন থেকেই উপলব্ধি করতে পারবেন। ক্লাসের দিন সকালে আর ক্লাসের এক ঘন্টা আগে দুটো রিমাইন্ডার মেসেজতো আছেই। চাকচিক্য নয়, ইউজার ফ্রেন্ডলি ম্যানেজমেন্টকে আমরা গুরুত্ব দেই।
এই কোর্সটিকে "ছড়া" কে ঘিরে মুখের ব্যায়াম, উচ্চারণ, বাকজড়তা এসব ব্যাপারে মনোযোগ দেয়া হয়। এতে করে আপনার সন্তান স্কুলে ছড়ার পারফরম্যান্স ভালোতো হবেই। পাশাপাশি সঠিক উচ্চারণের অভ্যাসের বীজ এই বয়স থেকেই গেঁথে যাবে।  একটা বাচ্চা যদি ভুল উচ্চারণে অভ্যস্ত হয়ে যায়, ভবিষ্যতে বড় হলে যতই সচেতন থাকুক। অভ্যাসবশত "ছ" কে "চ" অথবা "প" কে "ফ" বলেই বসবে। কোনও পার্টিতে গেলে, বাচ্চার ভুল উচ্চারণে আপনি এখন অস্বস্তিবোধ করবেন। বড় হলে ওর ভুল উচ্চারণে ওর আশেপাশের স্বজনরাতো অস্বস্তিবোধতো করবেই, সাথে এর নেতিবাচক প্রভাব ক্যারিয়ারেও পড়বে। বর্তমানে এবং ভবিষ্যতে ইতিবাচক প্রভাব পেতে এখনই সচেতন হোন।
হয়তো ভাবছেন, আমাদের এখানে দশ বারোদিনের ছড়া শিখার কোর্সে ভর্তি হলে সে কি পারবে? পারবে, যদি আপনারা সহযোগিতা করেন। আমরা সপ্তাহে দুইদিন ক্লাস নেবো, বাকি পাঁচদিন আপনাদের প্রাকটিস করাতে হবে। অর্থাৎ সিংহভাগ কাজটি আপনাদেরই করতে হবে। আমরা শুধু গাইডলাইন দেবো অথবা মুখের ব্যায়াম দেবো, ভুলগুলো ধরিয়ে দেবো। আশাকরি আমাদের ক্লাস এবং গাইডলাইন আপনার পাচদিনের শ্রমকে অনেক কমিয়ে দেবে।
ক্লাসটি পরিচালনা করবেন আবৃত্তি শিল্পী কানিজ ফাতেমা। যিনি "জীবনের জন্যে আবৃত্তি" শিরোনামে কবিতার ক্লাস পরিচালনা করে আসছেন।
কন্ঠশীলন, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংবৃতা, উদীচী থেকে উনি আবৃত্তিতে প্রশিক্ষনপ্রাপ্ত।
পেশাগত জীবনে উনি খানবাহাদুর আহ্ছানউল্লা টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজির প্রভাষক।
উনার ফেসবুক আইডি https://www.facebook.com/qaniz.fatima.7
তার সাথে যোগাযোগ করতে চাইলে তাকে মেইল করতে পারেন kaniz@time2025.com
কোর্স ফি সাধারণ ১৬০০ টাকা।
তবে আর্লি বার্ড ১২৫০ টাকা (অর্থাৎ ১০ মে এর মধ্যে রেজিষ্ট্রেশন করলে আর্লিবার্ড ধরা হবে। এরপর রেজিষ্ট্রেশন করলে সাধারণ ফি ১৬০০ টাকায় রেজিস্ট্রেশন করতে হবে।)
বয়সসীমা পাঁচবছর থেকে বারোবছর।
প্রতি শনি এবং মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা ক্লাস হবে গুগল মিটে।
ক্লাস হবে ১২ টি। (এছাড়া প্রতি মাসের প্রথম সোমবার রাত আটটা ত্রিশে, গুগল মিটে প্রাকটিস সেশনতো থাকছেই। যেটা এই কোর্সে রেজিষ্ট্রেশন করা বাচ্চাদের জন্য ফ্রি)
রেজিস্ট্রেশন করতে, রেজিষ্ট্রেশন ফি 01878793724 (বিকাশ পার্সোনাল/ নগদ সাধারণ) এই নাম্বারে টাকা পাঠিয়ে নীচের গুগল ফর্মটি ফিলাপ করুন। (বিকাশ চার্য দিতে হবেনা। শুধুমাত্র রেজিষ্ট্রেশন ফি।)
গুগল ফর্ম https://forms.gle/dTtQHZkQGXAsJ9LU6
বিস্তারিত জানতে কল করুন একই নাম্বার 01878793724 এ।

Sign in to Google to save your progress. Learn more
Name *
E-Mail *
Phone Number *
BKash/Nagad Trans ID *
আপনার বাচ্চার কন্ঠে বড় প্রব্লেম থাকলে রেজিস্ট্রার্ড ডাক্তার কি কি অনুশীলন করতে বলেছে অথবা নির্দেশ দিয়েছে? (বাংলায় অথবা ইংরেজীতে লিখুন।)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy