ফাইনাল মডেল টেস্ট ০৩
পরীক্ষার বিষয়ঃ ফাইনাল মডেল টেস্ট-০৩
পরীক্ষার সময়ঃ সন্ধ্যা ৬.৩০টা
পরীক্ষার তারিখঃ ১৬/০২/২০২১ইং
নির্দেশিকাঃ
১। মোবাইলে পাঠানো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সঠিকরূপে ইনপুট দিতে হবে, তাহলে পরীক্ষা শুরু হবে।
২। অবশ্যই ৮.২০ টা হওয়ার আগেই ফরম সাবমিট করুন, নচেত আপনার পরীক্ষা সম্পূর্ণ হবে না।
৩। এক পৃষ্ঠায় ২৫ টি করে মোট ৮ টি পৃষ্ঠায় ২০০টি প্রশ্ন দেয়া হয়েছে।
৪। পরীক্ষায় নেগেটিভ মার্কিং বিদ্যমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নাম্বার কাঁটা হবে।
৫। কোন পৃষ্ঠায় উত্তর দেয়া সম্পূর্ণ হলে, পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য Next এ ক্লিক করতে হবে এবং আগের পৃষ্ঠায় যাওয়ার জন্য Back বাটনে ক্লিক করলে পূর্বের পৃষ্ঠায় যাওয়া যাবে।
৬। পরীক্ষায় কোন ধরণের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৭। তবে কোনভাবেই নোট, গাইড, বই অথবা অনলাইনের সাহায্য নিয়ে পরীক্ষা দেয়া যাবে না।
৮। যেকোন প্রশ্নের ব্যাপারে পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৯। ফরম সাবমিট করার পরে, Edit করার সুযোগ থাকবে না।
১০। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
Det här innehållet har varken skapats eller godkänts av Google. Anmäl otillåten användning - Användarvillkor - Integritetspolicy