নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ইফরান বিসিএস পাস করে গেজেটেড কর্মকর্তা হয়। সে তার অফিসের কোনো ফাইল অতিরিক্ত টাকা ছাড়া স্বাক্ষর করে না। এভাবে সে অনেক টাকার মালিক হয় অল্প দিনেই। একসময় দুদক অনুসন্ধানে এলে সে তার চাকরি হারায়। তখন সে অনুতপ্ত হয়।