Popular Science Talk with RUSC
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আগামী ১৪ই জুন(সোমবার) "বাঁচার জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন" এই নামে একটি ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে।
বিভিন্ন প্রজাতির জীব যখন নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট অঞ্চলে এক সাথে বসবাস করে এবং একটি বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তুলে তাকে প্রজাতি বৈচিত্র্য বলে।
যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশী সে অঞ্চল সাধারনভাবে জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত।পৃথিবীতে বিভিন্ন গোষ্ঠীর জীব রয়েছে। এগুলো হলো-প্রোটিস্টা,মনেরা,ফাংগি,প্লান্টি ও অ্যানিম্যালিয়া।
এগুলো নিয়ে পৃথিবীতে জীব বৈচিত্র্য গড়ে উঠেছে।খাদ্য উৎপাদনে, ওষুধ প্রস্তুতিতে এবং বাস্ততন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র‍্যের গুরুত্ব রয়েছে। এছাড়া জীব বৈচিত্র‍্যের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে।
প্রাচীন কাল থেকে বর্তমান দিন পর্যন্ত শিল্প ও সাহিত্যে জীব বৈচিত্র্যকে নানা ভাবে তুলে ধরা হয়েছে।
তারই ধারাবাহিকতায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেই সাথে ভবিষ্যতের করণীয় সম্পর্কে আলোকপাত করতেই এই আয়োজন।
■ সারাদেশ করোনা মহামারির কারনে প্রোগ্রামটি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
লাইভে অংশগ্রহণ করার মাধ্যমে সবাই প্রোগ্রামটিতে সরাসরি যুক্ত হতে পারবেন।
● স্পীকারঃ
ড. বিধান চন্দ্র দাস
প্রফেসর ও চেয়ারম্যান
প্রাণিবিদ্যা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রধান অথিতিঃ
মুনির চৌধুরী
মহাপরিচালক
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর,ঢাকা।
⚫প্রোগ্রাম সিডিউল
🔷১৪ই জুন,দুপুর ৩: ০০ টা থেকে।

🔷যোগাযোগঃ
01759265914 ( সভাপতি )
01778953674 (সাধারণ সম্পাদক)
01723273021 (অফিস)
বিস্তারিত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইটেঃ www.rusc.org.bd
Sign in to Google to save your progress. Learn more
Name *
Email *
Phone No *
Institute *
Do you want to receive E-certificate?
Clear selection
Do you want to get notifications of future programs from RUSC *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy