খেলতে খেলতে বিজ্ঞান - ১৪ তম পর্ব

অংশ নিতে পারবে:

২০২৪ -এ অধ্যয়নরত ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীরা

* কর্মশালায় যা যা শেখানো হবে-

১) ডাটা প্লটিং এবং এনালাইসিস

২) ল্যাবরেটরিতে হাতেখড়ি: ল্যাবের যন্ত্রপাতি ও মাপজোখ নিয়ে ধারণা

৩) পেন্ডুলাম এর সাহায্যে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় 

৪) DNA সংশ্লেষণ 

৫) অনুজীবজগতে উঁকিঝুকি (ব্যাকটেরিয়া/শৈবাল/অ্যামিবা)

৬) মাইক্রোস্কোপে উদ্ভিদ কোষ ও মাইটোসিস পর্যবেক্ষণ 

৭) অম্ল ক্ষার দ্রবণ তৈরি

৮) ট্রাইট্রেশন


কর্মশালার শেষ দিন মূল্যায়ন পরীক্ষা শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।


*মেন্টর হিসেবে থাকবে: ম্যাসল্যাবের অভিজ্ঞ প্রশিক্ষকগণ

* ‎কর্মশালার তারিখ:  ফেব্রুয়ারী -   ফেব্রুয়ারী

* ‎কর্মশালার সময়: বিকাল ৩টা - ৫.৩০টা

* কর্মশালার ‎স্থান: ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮, সাত মসজিদ রোড (আবাহনী মাঠের বিপরীত পাশে), ধানমন্ডি, ঢাকা-১২০৫

* কর্মশালার মেয়াদ : ০৫ দিন (দৈনিক ০২ ঘন্টা ৩০ মিনিট)

* নিবন্ধন ফি: ৩০০০/- (তিন হাজার টাকা মাত্র)

যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে:

১. কোর্সের সম্পূর্ণ ফি অগ্রিম বিকাশের মাধ্যমে অথবা ম্যাসল্যাবের অফিসে এসে প্রদান করতে হবে।

২. নিবন্ধন ফি প্রদান করার বিকাশ নম্বর: 01837313636

৩. এই বিকাশ নম্বরটি পারসোনাল নম্বর। তাই বিকাশের সেন্ড মানি অপশন ব্যবহার করে ৩০৬০ টাকা (বিকাশ ফি সহ) বিকাশ করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডিটি (Trx ID: ******* ) সংরক্ষণ করতে বা লিখে রাখতে হবে।

৪. এরপর এই ফর্মটি (https://forms.gle/bRvmbjQuJjey9iVe7) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নিচে Trx ID:...... ঘরে ট্রাঞ্জেকশন আইডিটি লিখে ফর্ম সাবমিট করতে হবে হবে।

৫. ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধন কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।


প্রয়োজনে যোগাযোগ-

নাজমুস সাআদাত

কর্মশালা সমন্বয়ক, খেলতে খেলতে বিজ্ঞান-১৪ তম পর্ব

মোবাইল: 01791578123, 01730-716522



Email *
Email *
Name *
School Name *
Class ( January 2024) *
Gender *
Mobile No. *
Date of Birth *
MM
/
DD
/
YYYY
Did you ever participated in any Olympiad? *
If yes, name them with years
Did you pay your registration fee through Bkash? *
Bkash Transection ID: *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy