৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীর নাম জমাদান ফর্ম

আসসালামুআলাইকুম,

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণ করার জন্য প্রতিটি স্কুল থেকে শতকরা ২০ ভাগ শিক্ষার্থীর নাম স্থানীয় শিক্ষা অফিসে প্রেরণ করার জন্য একটি সরকারি নির্দেশনা আমরা সম্প্রতি হাতে পেয়েছি। এস.সি.ডি মোহাম্মদপুর শাখায় ২০২২ সালে ৫ম শ্রেণিতে অধ্যয়নকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনে আগ্রহী, তারা আগামীকাল (১২ ডিসেম্বর ২০২২) সকাল ১১টার মধ্যে স্কুলে জানাবেন। আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে স্কুল ৬ জনকে নির্বাচিত করে তাদের নাম শিক্ষা অফিসে প্রেরণ করবে ইন-শা-আল্লাহ।

যারা উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী, তারা নিচের গুগল ফরমটি পূরণ করুন অথবা অফিসে ফোন করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ (০১৭০৫-৬৭৯৬০৩) নিশ্চিত করুন, ইন-শা-আল্লাহ।

গুগল ফর্ম: https://forms.gle/bFtP4JBSmKMEgANN8

নির্বাচিত শিক্ষার্থীদের নাম আগামী ১৩ ডিসেম্বর ২০২২-এ ফোন করে জানিয়ে দেওয়া হবে। যাদের ফোন করা হবে না, ধরে নিতে হবে তাদের নির্বাচন করা হয় নাই।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২-এর বিস্তারিত


পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান
মোট নম্বর : ১০০
পরীক্ষার সময়কাল: ২ ঘণ্টা
পরীক্ষার তারিখ: ২৯ ডিসেম্বর ২০২২

প্রাথমিক বৃত্তিপরীক্ষার নম্বর বণ্টন ২০২২ বিষয়
নম্বর
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
বিজ্ঞান ২৫
মোট নম্বর = ১০০

এ বছর প্রাথমিক বৃত্তিপরীক্ষা হবে ৪ বিষয়ে মোট ১০০ নম্বরের। এক দিনেই ২ ঘণ্টার এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ২০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

Sign in to Google to save your progress. Learn more
শিক্ষার্থীর নাম *
জন্ম তারিখ *
MM
/
DD
/
YYYY
এস.সি.ডি স্কুল আই.ডি *
কনফার্মেশন *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy