জীবনভিত্তিক শিক্ষা নিবো; জগৎ সংসার সুখে রাখবো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  এ্যাডভান্সড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এডব্লিউএফ) এর মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর নিয়ন্ত্রণে  ১৯৯৮ইং সালে, আগামী  প্রজন্মের জন্য, প্রযুক্তিনির্ভর  শিক্ষাক্ষেত্রে কল্যাণের অগ্রদূত হিসেবে বেসরকারী উদ্যোগে ইনস্টিটিউট অব সাইন্স ট্রেড এন্ড টেকনোলজি (আইএসটিটি) প্রতিষ্ঠা করেছে। কালের বিবর্তনে কারিগরি প্রযুক্তিনির্ভর শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে । তাই গৃহায়ণ ও গণপূর্ত  মন্ত্রণালয় ঢাকার মিরপুরে নিজস্ব শিক্ষা কমপ্লেক্স স্থাপনের জন্যে প্রাতিষ্ঠানিক প্লট (২একর ২৬শতক ভূমি) বরাদ্দ দিয়েছে।  উক্ত ভূমিতেই তৎকালীণ মাননীয় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান ২০১০ ইং সালের পহেলা জানুয়ারীতে  নিজস্ব শিক্ষা কমপ্লেক্সটি উদ্বোধন করেছেন। সিঙ্গাপুরের Nanyang Polytechnic International-NYPi কর্তৃপক্ষ বিশ্বখ্যাত সর্বশ্রেষ্ঠ কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা  আইএসটিটি, মিরপুর, ঢাকা পরিদর্শন করেছেন।এবং আইএসটিটি এর উন্নয়নের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে, সামর্থবান শিক্ষক ও শিক্ষার্থীদের চুড়ান্ত প্রশিক্ষণের জন্য গত ১২ই এপ্রিল ২০১৬ ইং তারিখে কেবলমাত্র বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইএসটিটি এর শিক্ষা উন্নয়নে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।  বেসরকারী প্রযুক্তিনির্ভর শিক্ষা ক্ষেত্রে আইএসটিটি অন্যতম মাইলফলক।

তোমার শিক্ষাই গড়ে তুলবে তোমার আগামী জীবনযাপনের তরী। তাই জীবনতরীকে সংঘাতবিহীনভাবে চালাতে, আগামীর পৃথিবীকে গড়তে এবং  সফল কর্মজীবনে প্রবেশ করতে- তোমাকে অবশ্যই তোমার পছন্দসই  ইঞ্জিনিয়ারিং/মেডিকেল টেকনোলজি কোর্স বেছে নিতে হবে । অপছন্দের সাবজেক্ট নিয়ে পড়া মানেই অপছন্দের জগৎ সংসার শুরুর আয়োজন করা। তাই আইএসটিটি এর যুগোপযোগী মোট ২৭ টি টেকনোলজি সমূহের নাম তোমাকে জানানো হলো।

টেকনোলজি সমূহঃ  এ্যারোনটিক্যাল, মেরিন, শিপ-বিল্ডিং, টেক্সটাইল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার, আর্কিটেকচার, সার্ভেয়িং, সিরামিকস, ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং , ইলেকট্রো-মেডিকেল, ফিশারিজ, গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ণ মেকিং, এইচএসসি (বিএম), প্যাথলজি, ডেন্টাল, নার্সিং, ফার্মেসী, ফিজিওথেরাপী, প্যারামেডিকেল ও ম্যাটস ইত্যাদি।
 
মনে রাখা জরুরী, যথাসময়ে-যথাযথ শিক্ষা বিষয়ক অনুভূতি জাগ্রত না হলে, ভবিষ্যতের জীবন ও জগৎ সংসার সুবিন্যাসিত ভাবে প্রস্ফুটিত করা সম্ভব হয় না। সঠিক টেকনোলজি বাছাইয়ের সিদ্ধান্তই পাল্টে দিতে পারে তোমার জীবন।

ফেইসবুক পেইজ লিংক- https://www.facebook.com/isttdhaka/
ফেইসবুক গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/isttdhaka
ওয়েবসাইট লিংক- www.istt.edu.bd
ইউটিউব চ্যানেল লিংক- https://www.youtube.com/channel/UCVUxSEwdxFzCshUSbbX19DA
হট লাইন-
01711818474- সাজিয়া ম্যাডাম-সিনিয়র লেকচারার এন্ড প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার - ইংরেজি বিভাগ ও সিরামিকস এন্ড ফিশারীজ
01775023177-মনোরমা ম্যাডাম-সিনিয়র লেকচারার এন্ড প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার- টেক্সটাইল বিভাগ , জিডিপিএম
01915534254- মাহমুদা ম্যাডাম-সিনিয়র লেকচারার এন্ডপ্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার- ব্যাবসায় প্রশাসন বিভাগ ও এইচএসসি বিএম
01847182235- আয়েশা আক্তার -সিনিয়র লেকচারার এন্ড প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার-এইচএসসি বিএম
01987966199 –সৈয়দা মুরছালীনা শবনম -সিনিয়র লেকচারার এন্ড প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার- বাংলা বিভাগ, শিপবিল্ডিং
01888008776 - ডা. কাউছার জাহান জেবিন- মেডিকেল টেকনোলজি বিভাগ, ডেন্টাল, নার্সিং, ম্যাটস
01888008785- মাফিয়া খাতুন- মেডিকেল টেকনোলজি বিভাগ, ফার্মেসী, প্যারামেডিকেল, ফিজিওথেরাপী ও প্যাথলজি
01888008663- শ্রীকান্ত সরকার- সিনিয়র লেকচারার- মেরিন/ এ্যারোনটিক্যাল টেকনোলজি
01888008688- আব্দুল মোমিন- লেকচারার- অটোমোবাইল/ মেকানিক্যাল
01888008675- কানিজ আক্তার-লেকচারার-আর্কিটেকচার
01888008670- শামীমা খানম নীলা-লেকচারার- কম্পিউটার বিভাগ/ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং
01888008665- আজিজুন্নেছা চৌধুরী- লেকচারার- ইলেকট্রিক্যাল/ ইলেকট্রন্ক্সি/ ইলেকট্রো মেডিকেল
01888008695-খলিলুর রহমান সুমন-লেকচারার- সিভিল/সার্ভেয়িং

Sign in to Google to save your progress. Learn more
Untitled Question
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy