Toilet Rental Form / টয়লেট রেন্টাল ফর্ম 
কোন ইভেন্টের জন্য দৈনিক/সাপ্তাহিক ভিত্তিতে টয়লেট ভাড়া নিতে চাইলে এই ফর্মটি পূরণ করে ফেলুন। সব ইনফরমেশন ভাল করে পড়ে তারপর ফর্ম ফিলাপ করুন। আপনার সব তথ্য পাবার পর আমরা সেই অনুযায়ী কোটেশন পাঠাবো (যদি প্রয়োজন হয়)। ফর্ম ফিলাপ করবার পর আমাদের Whatsapp এ মেসেজ দিয়ে জানাবেন যে ফর্ম পূরণ হয়ে গেছে  
Whatsapp এ সরাসরি মেসেজ করবার লিঙ্ক  https://wa.me/+8801327219079

টয়লাপ্রেনারের মোবাইল টয়লেট নিয়ে কিছু তথ্য 
১) আমাদের কাছে বর্তমানে মোট ২ টি ডাবল-চেম্বার মোবাইল টয়লেট ভ্যান আছে। 
২) একেকটি মোবাইল টয়লেট ভ্যানে ২ টি চেম্বার। ১ম চেম্বারে ল্যাট্রিন/ লো-কমোড ও বেসিন আছে। ২য় চেম্বারে পুরুষদের ইউরিনাল  (ছবি দেখা আছে নিচে) 
৩) টয়লেট চেম্বারের ভেতরের হাইট ৬.৫ ফুট। ল্যাট্রিন চেম্বারের দৈর্ঘ্য এবং প্রস্থ ৪ ফুট বাই ৩.৫ ফুট। ইউরিনাল চেম্বারের দৈর্ঘ্য এবং প্রস্থ ৪ ফুট বাই ২.৫ ফুট
৪) এই টয়লেট গুলো ব্যাটারিচালিত রিক্সাভ্যানের উপর সেট করা। 
৫) প্রতিটি টয়লেটের ছাদে ৩০০ লিটারের পানির ট্যাঙ্ক আছে। ট্যাংকে পানি তোলার জন্য আমাদের নিজস্ব পাম্প আছে, তবে ভেন্যুতে  পানির উৎস / ট্যাপ/ কল আয়োজকদের দেখিয়ে দিতে হবে।
৬) প্রতিটি টয়লেটের নিচে ৩০০ লিটারের পয়ঃট্যাঙ্ক আছে। যদি প্রোগ্রামের মাঝে কোন সময় ট্যাংক ভরে যায়, সেক্ষেত্রে ট্যাঙ্ক খালি করবার জন্য নির্ধারিত জায়গা দেখিয়ে দিতে হবে এবং কিছুটা সময় বিরতি দিতে হবে (আনুমানিক ৩০ মিনিট)। একইভাবে প্রোগ্রাম শেষে পয়ঃনিস্কাশনের জন্য নির্ধারিত মাটির গর্ত/সেপটিক ট্যাংক/ড্রেন/ম্যানহোল আয়োজকদের নির্ধারন করে দিতে হবে। অপরিচিত জায়গায় যেখানে সেখানে ময়লা নিষ্কাশনের ঝুঁকি টয়লাপ্রেনার নিবেনা। 
৭) টয়লেট  সাথে একজন ভ্যান-চালক এবং একজন সুপারভাইজার থাকবে। তারা আয়োজকদের পক্ষ থেকে কাজ করবে, তাদের কাজে যেন বিঘ্ন না ঘটে সেদিকে আয়োজকদের লক্ষ্য রাখতে হবে । 

পেমেন্ট বিষয়ে তথ্য 
1) ফুল ডে - মোবাইল টয়লেট ভ্যানের রেন্ট প্রতিদিন ৮ ঘণ্টার জন্য ৬০০০ টাকা, যদি ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে হয়। 
৮ ঘণ্টার পর অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য ৫০০ টাকা রেন্ট প্রযোজ্য হবে। 
2) হাফ ডে- শুধুমাত্র ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে হাফ ডে হিসেবে রেন্ট দেয়া সম্ভব। ৪ ঘণ্টার রেন্ট ৩৫০০ টাকা। ৪ ঘণ্টার পর অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা রেন্ট প্রযোজ্য হবে। 
(খেয়াল করুন - প্রতিটি টয়লেট আমাদের গ্যারেজ থেকে ভেন্যুতে যাওয়া, ভেন্যুতে গিয়ে আনুষাঙ্গিক সেটআপ, প্রোগ্রাম শেষে টয়লেট ক্লিন করা, গ্যারেজে ফিরে আসা, সব মিলিয়ে অন্তত ৪ ঘণ্টা অতিরিক্ত সময় লাগে)

ঢাকা মেট্রো থেকে দূরে হলে -
ঢাকা থেকে দূরে হলে টয়লেট রেন্ট দেয়া হয়না। যেমন, কুমিল্লা, সিরাজগঞ্জ কিংবা ময়মনসিংহ।  
ঢাকা থেকে কিছুটা দূরের লোকেশনে আলোচনা সাপেক্ষে রেন্ট দেয়া হয়, তবে সেক্ষেত্রে রেন্টের এমাউন্ট বাড়বে। 
উদাহারনঃ কেরানীগঞ্জ, রূপগঞ্জ, সাভার, আশুলিয়া, টঙ্গী ইত্যাদি । 

পেমেন্ট 
মূল প্রোগ্রামের অন্তত ৩ দিন আগে বুকিং দিতে হবে। অন্তত ৭০%  টাকা অগ্রিম দিয়ে বুকিং করতে হয় । টাকা ব্যাংক ট্রান্সফার / বিকাশে দেয়া যাবে। ক্যাশ এ দিতে চাইলে সরাসরি টয়লাপ্রেনার এর অফিসে এসে দিতে পারবেন। অবশিষ্ট পেমেন্ট ইভেন্টের দিন অবশ্যই দিয়ে দিতে হবে। টয়লেট অপারেটর/সুপারভাইজার দের সাথে কোন রকম লেন দেন করা যাবেনা। 
পেমেন্ট পাবার পর ইমেইলে/ হোয়াটসএপ এ সরাসরি মানি রিসিপ্ট দিয়ে দেয়া হয় । 

Sign in to Google to save your progress. Learn more
Email *
Double Chamber Mobile Toilet External View. To view clearer picture, please check our website
Double Chamber Mobile Toilet Internal View
টয়লাপ্রেনারের ব্যাপারে কিভাবে খোঁজ পেয়েছেন ?  *
আপনার নাম এবং Designation *
যদি ব্যাক্তিগত / পারিবারিক কাজে রেন্ট নিতে চান, সেক্ষেত্রে Designation দেয়ার দরকার নেই 
কোন প্রতিষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন ?  *
পারিবারিক প্রোগ্রাম হলে "N/A" লিখুন 
পেমেন্ট করবার আগে আপনার যদি কোটেশনের (Quotation) এর প্রয়োজন হয় (প্রাতিষ্ঠানিক কাজে) তাহলে কোটেশন কার নামে হবে তা বিস্তারিত লিখুন 
উদাহারণ - 
XYZ Zaman
Director, Commercial 
ABC Company
House- 54, Road- XXX, Gulshan 2, Dhaka 
আপনার প্রোগ্রাম বা ইভেন্টের ধরন ? 
(উদাহারণ- Annual sports, মিলাদ মাহফিল, Wedding program ইত্যাদি )
*
প্রতিদিন গড়ে কত মানুষ অংশ নিবে ইভেন্টে/অনুষ্ঠানে ? 
(উদাহারন- ২০০-৩০০ জন) 
*
যে লোকেশনে টয়লেট ব্যাবহার করা হবে ?  *
যতটা সম্ভব বিস্তারিত লিখুন। লোকেশন চেনার জন্য কাছাকাছি কোন পরিচিত স্থাপনা (বড় মসজিদ, মার্কেট, স্কুল, বাজার) থাকলে তা উল্লেখ করুন। সবচেয়ে ভাল হয়, যদি গুগল ম্যাপ থেকে লোকেশনের লিঙ্ক দিতে পারেন। 
কতগুলো টয়লেট নিতে চাচ্ছেন ?  *
কত তারিখ রেন্ট নিতে চাচ্ছেন ? 

*
যদি একাধিক দিন হয়, সেক্ষেত্রে ক্লিয়ারলি তারিখের রেইঞ্জ লিখুন। যেমন- ২৫ থেকে ৩০ মার্চ, ২০২৪ 
ফুল ডে নাকি হাফ ডে নিতে চাচ্ছেন ?  *
1) ফুল ডে - মোবাইল টয়লেট ভ্যানের রেন্ট প্রতিদিন ৮ ঘণ্টার জন্য ৬০০০ টাকা, যদি ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে হয়। 
৮ ঘণ্টার পর অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য ৫০০ টাকা রেন্ট প্রযোজ্য হবে। 
2) হাফ ডে- শুধুমাত্র ঢাকা মেট্রো এরিয়ার মধ্যে হাফ ডে হিসেবে রেন্ট দেয়া সম্ভব। ৪ ঘণ্টার রেন্ট ৩৫০০ টাকা। ৪ ঘণ্টার পর অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা রেন্ট প্রযোজ্য হবে। 
ইভেন্টের সময়সূচি ?  *
উদাহারণ- সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা 
(খেয়াল রাখবেন, ফুল ডে হলে ৮ ঘণ্টার পর এবং হাফ ডে হলে ৪ ঘণ্টার পর অতিরিক্ত প্রতি ঘণ্টার জন্য আলাদা রেন্ট প্রযোজ্য হবে)
মোট কত দিনের জন্য রেন্ট নিতে চাচ্ছেন ?  *
যোগাযোগের মোবাইল নাম্বার *
ভেন্যু তে যাবার আগে এবং প্রোগ্রাম চলাকালীন সময়, সব ধরণের যোগাযোগ যার বা যাদের সাথে করবো আমরা, তাদের নাম এবং ফোন নাম্বার দিন। 
আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন 
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy