COVID-19 and Mental Health

এই পেজটি খোলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে "Sense of Humor and Mental Health of Bangladeshi People During COVID-19 Pandemic" শিরোনামে গবেষণায় অংশগ্রহনের জন্য অনুরোধ করছি। আমাদের কাছে আপনার সময় খুবই মূল্যবান। আপনি অংশ নিতে চান কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগে, গবেষণাটি কেন পরিচালিত হচ্ছে এবং এতে কি কি তথ্য চাওয়া হবে তা জানা গুরুত্বপূর্ণ ।  দয়া করে  নিচের তথ্যাবলী মনোযোগ সহকারে নিয়ে পড়ুন।

১। গবেষণার উদ্দেশ্য কী?
    -আপনি অবগত আছেন যে, সারা বিশ্বের মতো Novel Corona Virus আমাদের দেশেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে যা আমাদের সবার মধ্যে কমবেশি ভয়, দুশ্চিন্তা ও বিষণ্ণতা,  তৈরি করেছে। এছাড়াও, এ সময় জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে কেউ বের হচ্ছে না এবং একে একে বেশ কিছু এলাকা লকডাউন করা হচ্ছে, যার ফলে, স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট ভয়, দুশ্চিন্তা ও বিষণ্ণতা এর সাথে মোকাবেলা করতে আমাদের হাস্ব্যচ্ছোল / হাসিখুশি থাকার প্রবণতা কিভাবে আমাদেরকে সাহায্য করে তা জানা বর্তমান গবেষণার উদ্দেশ্য।

২। গবেষণায় অংশ নিলে আপনাকে কি করতে হবে?
     -আপনি যদি গবেষণায় অংশ নিতে সম্মত হন তবে আপনাকে মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ত্ব এবং করোনা ভাইরাস সম্পর্কিত কিছু প্রশ্নমালা পূরণ করতে হবে। এটি সম্পূর্ন করতে প্রায় ০৪-০৫ মিনিট সময় লাগবে।  

৩। এই গবেষণায় অংশ নিলে কোনো আর্থিক সুবিধা পাবেন কিনা?
      -না, আপনাকে গবেষণায় অংশগ্রহণের জন্য কোন আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

৪। গবেষণায় অংশ নিলে কি কি স্বাস্থ্যগত অসুবিধা এবং ঝুঁকি আছে?
     -গবেষণায় অংশগ্রহণে স্বাস্থ্যগত কোনো ধরনের অসুবিধা বা ঝুঁকি নেই।

৫। এই গবেষণায় প্রদত্ত তথ্যাবলী কি করা হবে?
    - আপনার সকল তথ্যাবলী গোপন থাকবে এবং গবেষণাটিতে আপনার তথ্য বেনামে সংরক্ষণ করা হবে যা শুধুমাত্র গবেষণার কাজেই ব্যবহার করা হবে।

এই গবেষণা সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করুনঃ

১। ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশবিদ্যালয়। ইমেইলঃ fmurshida@ru.ac.bd 

২। মোঃ শাহীনুর রহমান,  পিএইচডি গবেষক, স্কুল অব সাইকোলজি, সেন্ট্রাল চায়না নরমাল বিশবিদ্যালয়, উহান, চীন এবং সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশবিদ্যালয়।  ইমেইলঃ  shahinpsy@cu.ac.bd 

৩। মোঃ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশবিদ্যালয়। ইমেইলঃ arahman@cu.ac.bd

Sign in to Google to save your progress. Learn more
আপনি কি গবেষণায় অংশগ্রহণ করতে ইচ্ছুক?
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of University of Chittagong. Report Abuse