Learners Profile of School of Science and Technology
বাউবি এর School of Science and Technology তে বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ,    

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রোগ্রামে অধ্যয়ন করায় আপনাকে অভিনন্দন।
করোনাকালীন এই মহামারিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যে প্রযুক্তি নির্ভর অনলাইন কার্যক্রম ব্যবহার করে আমরা আপনাদের এগিয়ে  নিয়ে যেতে চাই । এ লক্ষ্যে আপনাদের সাথে আমাদের সার্বক্ষনিক যোগাযোগের জন্য কিছু মাধ্যম প্রয়োজন। যেমন আপনার নাম, কোন প্রোগ্রামে, কোন স্টাডি সেন্টারে পড়ছেন, আপনার সঠিক ID নম্বর ইত্যাদি ইত্যাদি।

স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির সাথে আপনার সম্পৃক্ততা, অনলাইন ক্লাস-পরীক্ষা এবং যাবতীয় বিষয়াদি অবহিত করার জন্য আপনাদের কিছু তথ্য প্রয়োজন। তাই Learners Profile of SST নামে একটি ফরম এর লিংকঃ https://forms.gle/gKvW7KeM7w7BddQc8 আপনাদের নিকট প্রেরন করা হল।

লিংকের ফরমটি পূরন করে অনলাইন ক্লাস, পরীক্ষা ও স্কুলের সাথে যাবতীয় একাডেমিক বিষয়ে এবং চলমান সেমিস্টারের কার্যক্রমে অংশগ্রহন করুন।  

এজন্য আপনার কয়েকটি জিনিস থাকা আবশ্যক এবং জানা প্রয়োজন, তা হল:  
১. একটি স্মার্ট ফোন/ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব;
২. ইন্টারনেট কানেকশন/ পর্যাপ্ত মোবাইল ডাটা;
৩. অনলাইনে ক্লাস করার পারিবারিক ও মানসিক প্রস্তুতি; এবং
৪. প্রত্যেকের নিজস্ব Gmail ID এবং ZOOM ID এবং Facebook Member থাকতে হবে।

আপনার সার্বিক সহযোগিতা একান্ত কাম্য

ডাঃ সরকার মোঃ নোমান
অধ্যাপক ও ডিন
স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বোর্ডবাজার, গাজীপুর-১৭০৫।
ফোন: ০১৭২৭২১০১১০
Mail:  deansst2017@gmail.com,  sharkermdnuman@gmail.com

Email *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy