উপজেলা সাংবাদিকদের জন্য পিআইবি প্রশিক্ষণ আবেদন ফরম
জনাব,

শুভেচ্ছা নিন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ   (পিআইবি)  সাংবাদিকতায় মানবসম্পদ উন্নয়নের সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছে।  পিআইবি দেশে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সময়োপযোগী দীর্ঘ  এবং স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ও বিভিন্ন গণমাধ্যম উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান -  পিআইবি সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেতার-টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিক, তথ্য কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা এবং যোগাযোগকর্মীদের জন্য স্বল্পমেয়াদে বুনিয়াদি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। একইসঙ্গে সাংবাদিকতায় দীর্ঘ মেয়াদি মাস্টার্স ও  স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আয়োজন করে থাকে। এছাড়াও গণমাধ্যম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু ও বিষয়ের ওপর পিআইবি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিকল্পনা কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম এবং সংলাপেরও আয়োজন করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় প্রোগ্রামের সংখ্যা ও কলেবর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এ বিভাগে পুরোপুরি প্রযুক্তিগত সুযোগ-সুবিধাও সৃষ্টি হয়েছে।

পিআইবি দেশের প্রত্যন্ত অঞ্চলের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ চাহিদা জানা ও তাদের প্রশিক্ষণের আওতায় আনার জন্য নিম্নোক্ত ফরমে আহবান করছে। ফরমে উল্লেখিত তথ্যগুলো যথাযথভাবে পুরণ করে প্রেরণের অনুরোধ করা হলো।

শুভেচ্ছান্তে -
অধ্যয়ন ও  প্রশিক্ষণ বিভাগ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
Sign in to Google to save your progress. Learn more
নাম: *
পিতার নাম: *
মাতার নাম: *
জাতীয় পরিচয়পত্র নম্বর: *
শিক্ষাগত যোগ্যতা: *
উপজেলা: *
জেলা: *
বর্তমান ও স্থায়ী ঠিকানা : *
বর্তমান কর্মস্থল ও পদবি: *
মোবাইল: *
ই-মেইল: *
কোন বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? *
সাংবাদিকতায় প্রবেশের সময়? *
ইতোপূর্বে পিআইবি’র কোন প্রশিক্ষণ পেয়েছেন কিনা? পেয়ে থাকলে কি প্রশিক্ষণ পেয়েছেন, তার বিবরণ লিখুন: *
দৃষ্টি আকর্ষণ :
প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পিআইবির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
- পিআইবি কর্তৃপক্ষ ।
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy