আজকের বিশ্ববিদ্যালয়ে এসপেরান্তোর প্রাসঙ্গিকতা

বিশ্ববিদ্যালয়ে এসপেরান্তো ভাষা ও তৎসংক্রান্ত বিষয়ের পঠন পাঠন আর গবেষণা নিয়ে একটি প্রশ্নমালা

আন্তর্জাতিক এসপেরান্তো শিক্ষক সংঘ (ILEI), এসপেরান্তিক গবেষণা নিধি (ESF) এবং বিশ্বের ভাষা সমস্যা বিষয়ক গবেষণা ও দলিলায়ন কেন্দ্র (CED) পৃথিবীর যাবতীয় বিশ্ববিদ্যালয়ে এসপেরান্তো ভাষার ও তৎসংক্রান্ত বিষয়ের পঠন পাঠন আর গবেষণার বর্তমান অবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করছে। তথ্যসমূহ থেকে ব্যক্তিগত পরিচয়াদি সরিয়ে নিয়ে উপস্থাপন করা হবে ILEI-আয়োজিত এবারের চর্চাসত্রে (১২-১৩ আগস্ট ২০২১)।

আপনার সাহায্য পেলে বাধিত হব। প্রত্যেকটি প্রশ্নের বেলাতেই উত্তর দেবেন কি দেবেন না সেবিষয়ে স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারবেন।

যদি এই প্রশ্নমালার জবাব লিখে পাঠান তাহলে ধরে নেওয়া হবে এখানে বিবৃত প্রকল্পে ILEI/CED/ESF যে ব্যক্তিগত পরিচয়াদি সরিয়ে নেওয়ার পর আপনার দেওয়া জবাবগুলি ব্যবহার করতে পারবে এতে আপনার সম্মতি রয়েছে। যাবতীয় ব্যক্তিগত তথ্য আমরা সযত্নে গোপন রাখব এবং এব্যাপারে যে বিধিবিধান প্রযোজ্য (GDPR) সেগুলি মেনে চলব। জবাবগুলি গুগল-ক্লাউডে নিরাপদ জায়গায় সংরক্ষিত থাকবে। যেকোনো সময়ে আপনি আপনার দেওয়া তথ্য মুছে ফেলবার অনুরোধ করতে পারবেন। তথ্য কীভাবে ব্যবহার করা হবে এবিষয়ে কোনো প্রশ্ন থাকলে esfacademic@esperantic.org এই ঠিকানায় লিখে জিগেস করবেন।
Sign in to Google to save your progress. Learn more
১. নাম:
২. দেশ:
কোন দেশে আপনি চাকরি করেন/করতেন? ইচ্ছে করলে আপনার রাজ্য, প্রদেশ, অঞ্চল প্রভৃতিরও উল্লেখ করতে পারেন
৩. বিশ্ববিদ্যালয়:
আপনার বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা/গবেষণা-প্রতিষ্ঠান
৪. যোগাযোগ:
আপনার জবাবের ভিত্তিতে যদি আপনাকে আরো বিশদ প্রশ্ন করার কিংবা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দিতে রাজি থাকেন (এবিষয়ে খুঁটিনাটি পাবেন প্রশ্নমালার শেষ প্রশ্নে), তাহলে এইখানে আপনার ই-মেল ঠিকানা কিংবা যোগাযোগের অন্য উপায় জানিয়ে দেবেন।
৫. বিদ্যাশাখা:
আপনার অধ্যাপনা/গবেষণা যে বিদ্যাশাখার অন্তর্গত বা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের অন্তর্গত তার নাম।
৬. পরিবারের ভাষা:
বাড়িতে আপনি কোন ভাষা (অথবা কোন কোন ভাষা) বলেন (বা বলতেন)?
৭. কাজের ভাষা:
শিক্ষাদানে, গবেষণায় ও পেশাদার কথাবার্তায় আপনি প্রধানত কোন ভাষায়/ কোন কোন ভাষায় কথা বলেন?
৮. সেতুভাষাতত্ত্ব:
সেতুভাষাতত্ত্ব (ইন্টারলিঙ্গুইস্টিক্স) নিয়ে আপনার কী ধারণা? নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে বেছে নেবেন:
Clear selection
৯. যোগাযোগের ভাষার ভূমিকায় ইংরিজি:
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় এবং গবেষণা প্রকাশের এলাকায় যোগাযোগের ভাষা হিসেবে ইংরিজির যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলা চলে, এই ভূমিকা ভাষাগত ন্যায়বিচারের পরিপন্থী বলে আপনার মনে হয় কি? আপনার জবাব স্পষ্ট করবার জন্য সুনির্দিষ্ট সংখ্যা বেছে নিন: এখানে যে মাপকাঠি প্রযোজ্য তার এক প্রান্তে ১ মানে “একেবারেই না”, উলটো প্রান্তে ৫ বলতে বোঝায় “হ্যাঁ নিশ্চয়ই”।
একেবারেই না
হ্যাঁ নিশ্চয়ই
Clear selection
৯.১. একটু বুঝিয়ে বলুন
উপরের প্রশ্ন-সংলগ্ন মাপকাঠিতে আপনি ওই সংখ্যাটা বেছে নিয়ে কী অভিমত প্রকাশ করতে চেয়েছেন, একটু খুলে বলবেন?
১০. পরিকল্পিত ভাষা
ভাষাপ্রয়োগের যাবতীয় ক্ষেত্রে প্রচলনের পরীক্ষায় উত্তীর্ণ একটা পরিকল্পিত ভাষা – যেমন এসপেরান্তো – উচ্চশিক্ষার এবং বৈজ্ঞানিক যোগাযোগের ক্ষেত্রে ভাষাসমস্যার আরো বেশি কার্যকর এবং ন্যায়সংগত সমাধানের ভূমিকা পালন করতে পারে বলে আপনার মনে হয় কি? এ প্রশ্নের একটামাত্র উত্তরও বেছে নিতে পারেন, ইচ্ছে করলে একাধিক উত্তরেও সায় দিতে পারেন।
১১. কিছু দৃষ্টান্ত:
আপনি যদি “এসপেরান্তো আরো বেশি ন্যায়সংগত সমাধান হতেই পারে” বিকল্পটি বেছে নিয়ে থাকেন তাহলে এই প্রস্তাব কীভাবে রূপায়িত হতে পারে তার উদাহরণ দিয়ে একটু খুলে বলুন আপনার কী মনে হচ্ছে।
১২. এসপেরান্তোর সঙ্গে পরিচয়:
আপনার পঠন-পাঠনে বা গবেষণায় কখনো কি এসপেরান্তোর সঙ্গে আপনার প্রাথমিক পরিচয় হয়েছে? যেমন, পত্রপত্রিকায় কোনো রিপোর্টে বা প্রবন্ধে কি এসপেরান্তোর উল্লেখ চোখে পড়েছে? ভাষাটা বলতে শুনেছেন কাউকে? আন্তর্জালে কিছু পড়েছেন যেখানে এসপেরান্তোর কথা বলা হয়েছে?
Clear selection
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy