ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানে ঢাবি শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মত একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণীত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মাস্টার প্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের বিষেশজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গ্রহণ করেছেন। ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসু প্রতিনিধিদেরও মতামত ও পরামর্শ নেয়া হয়েছে। এই পর্যায়ে মাস্টার প্ল্যানে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা হচ্ছে।

উল্লেখ্য, মাস্টার প্ল্যানে নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ, লাইব্রেরীর সম্প্রসারণ, জলধার নির্মাণ, আন্তঃভবন চলাচলের জন্য পথ নির্মাণ, সাইকেল স্ট্যান্ড নির্মাণ, সাইকেল লেন ও ওয়াক ওয়ে নির্মাণ, ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন, শব্দ দূষণ ও বায়ু দূষণ হ্রাসকরণ, আবর্জনা ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সাধন সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।
Sign in to Google to save your progress. Learn more
নাম *
যে বিভাগ/ইনস্টিটিউটে অধ্যয়ন করছেন *
শ্রেণী *
শ্রেণী রোল *
রেজিস্ট্রেশন নম্বর *
মোবাইল নম্বর *
মাস্টার প্ল্যান সংক্রান্ত আপনার প্রত্যাশা ও সুপারিশ *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of University of Dhaka. Report Abuse