Community Change Maker Competition - 2019
জাতীয় যুব দিবস উপলক্ষে তরুন্দের নেতৃত্ব বিকাশে লক্ষে  তাদের বিভিন্ন আইডিয়া বা সামাজিক উদ্যোগকে সকলের কাছে  প্রকাশ ও তুলে ধরাই মূল উদ্দেশ্য।

#যোগ্যতাঃ
যে কোন ব্যক্তি অথবা সর্বোচ্চ দুই জনের গ্রুপ এই  প্রতিযোগীতায়  অংশ গ্রহণ করতে পারবে। বয়স সীমা -১৫-৩০ বছর।

#আইডিয়া  উপস্থাপনের ধরনঃ
সামাজিক উদ্যোগের কার্যক্রম/ আইডিয়াটি দেয়ালিকা অথবা পিভিসি পোস্টার এর মাধ্যমে উপস্থাপন করতে হবে । পোস্টার বাংলা অথবা ইংরেজী যে কোন একটি ভাষায় উপস্থাপন করতে পারবে।

#পোস্টারের  সাইজঃ  লম্বায় ৩ ফিট বা ৩৬ ইঞ্চি, প্রস্থে ৪ ফিট বা ৪৮ ইঞ্চি। পিভিসি ব্যানার করতে চাইলে উপরে - নিচে পাইপিং করা থাকতে হবে।

# পোস্টারে  যা যা  থাকতে হবেঃ
- উদ্যোগের নাম।
- উদ্যোগের ধরন।
- কেন এই উদ্যোগ  গ্রহণ করেছেন ।
- কাদের জন্য এই উদ্যোগ ।
- কোথায় এই  উদ্যোগ পরিচালনা করবেন বা করছেন ।
- কারা এর ফল ভোগ করবে এবং কীভাবে ।
- সমাজের কি কি পরিবর্ত গঠিত হবে?সমাজ কিভাবে উকৃত হবে ।
- আপনার উদ্যোগের উদ্দেশ্য বা লক্ষ কই?
- আপনার উদ্যোগের ভবিষৎ পরিকল্পনা কই?
- আপনার উদ্যোগ বর্তমানে পরিচালিত হয়ে থাকলে ছবির মাধ্যমে উপস্থাপন ও কোন ধরনের পরিবর্ত এসেছে কিনা ।
- আপনি এই উদ্যোগ পরিচালনা করতে গিয়ে  কোন ধরনের পুরষ্কার আর্জন  করেছের কিনা যদি তবে তা কি?

#রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২০ শে অক্টবর।

#পোস্টার প্রোগ্রামের দিন জমা দিতে হবে।

# প্রদর্শনীর নিয়মাবলীঃ

- প্রোগ্রামের দিন সকাল ০৮ঃ৩০ এর প্রোগ্রাম প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে ।
- সকাল ০৮ঃ৩০ - ১০ঃ০০ টার মধ্যে আপনার পোস্টারটি নির্দিষ্ট স্থানে লাগাতে হবে ।
- বিচার কার্যক্রম চলাকালীন প্রতিটি দল হতে এক জন কার্যক্রম বর্ননা করার জন্য ২-৩ মিনিট সময় পাবে। এক্ষেত্রে বাংলা অথবা ইংরেজীতে উপস্থাপনা করা যাবে, তবে বাংলা - ইংরেজীর মিশ্রণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
- বিচারকদের জন্য ১ পৃষ্ঠার সার-সংক্ষেপ A4 কাগজে নিয়ে আসতে হবে।
- পোস্টার জমা দেয়ার ক্ষেত্রে টিমের নামে দিতে হবে, ব্যাক্তিগত নাম গ্রহণযোগ্য নয়।

Sign in to Google to save your progress. Learn more
Team Name (দলের নাম) *
Name of the Idea (আইডিয়ার নাম) *
Category (ক্যাটাগরি) *
(Ex - Health, Education, Environment etc.)
Short Description (আইডিয়ার সংক্ষিপ্ত বর্ণনা)
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy