১. আমি রানীবাঁধ সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র / ছাত্রী হিসেবে গর্ববোধ করি।
২. কলেজের সামগ্রিক পঠন পাঠন সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি?
৩. কলেজ থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা তোমার জীবিকা নির্বাহে সাহায্য করছে।
৪. কলেজের পরিকাঠামোগত ও পঠন-পাঠন সংক্রান্ত ব্যবস্থাপনা প্রশংসার যোগ্য।
৫. শিক্ষকেরা কতটা সাহায্য পরায়ণ ছিলেন?
৬. কলেজের পড়াশোনার পরিবেশ উন্নত করতে প্রাক্তণীদের ভূমিকা অগ্রগণ্য।
৭. তোমার কোর্সের পাঠ্যক্রম তোমাকে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতাগুলি অর্জন করতে সাহায্য করেছে।
৮. কলেজের শিখন অভিজ্ঞতা কি উচ্চ শিক্ষা গ্রহণে বা পরবর্তী পঠনপাঠনে সহায়তা প্রদান করেছে/করছে।
৯. তুমি কি মনে কর যে কলেজে অধ্যয়নের সময় বিষয় সম্পর্কে তোমার পর্যাপ্ত জ্ঞান অর্জিত হয়েছে?
১০. শিক্ষকেরা কি উচ্চশিক্ষা বা চাকুরীর ক্ষেত্রে তোমাদের পরামর্শ দিয়েছেন?
১১. কলেজের উন্নতিকল্পে তোমরা অংশগ্রহণে ইচ্ছুক।
১২. কলেজের পঠন পাঠনের উন্নতি সাধনের জন্য তোমার প্রস্তাব :
Does this form look suspicious? Report