বই পড়া ও রিভিউ প্রতিযোগিতা
সাধারণ নিয়মাবলীঃ-

#অংশগ্রহণ

1.  অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ডক ফর্ম পূরণ বা পেইজে আপনার নাম, মোবাইল নাম্বার, বিভাগ, ইমেইল এড্রেস ও বইয়ের নাম ম্যাসেজ বা কমেন্ট করে রেজিষ্ট্রেশন করে নিবেন।

- প্রতি বইয়ের জন্যে তারুণ্যের বই উৎসব গ্রুপে অবশ্যই তিনটা পোস্ট করতে হবে।  এর উপর আলাদাভাবে পুরস্কার রয়েছে। বিস্তারিত নিচের বুক ফটোগ্রাফি কন্টেস্ট অংশে রয়েছে।

তারুণ্যের বই উৎসব গ্রুপ লিংকঃ

https://www.facebook.com/groups/1333582920365246

2. বই পড়ার পর পুরো বই নিয়ে ৫০০-১২০০ শব্দের ভেতর রিভিউ জমা দিতে হবে। রিভিউ গ্রুপে  পোষ্ট আকারে, পেইজে ম্যাসেজ কিংবা ডক/ পিডিএফ ফাইল আকারে জমা দেয়া যাবে।

3. নির্দিষ্ট ৩০ দিন পর পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।  

4.  একজন পাঠক চাইলে ৩০  দিনের মধ্যে একাধিক বইয়ের  রিভিউ জমা দিতে পারবেন।

#বই_সিলেকশন

5. বই অবশ্যই তালিকা থেকে বাছাই করতে হবে।  


Booklist: www.bookfestivalbd.blogspot.com


#Best Photographer of the month

পাঠককে বই পড়ার সময় অন্তত তিনটা পোস্ট করতে হয়।

সেই পোস্ট থেকে প্রতি সপ্তাহে একজন সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিমাসের চার জন সাপ্তাহিক বিজয়ীদের থেকে একজনকে Best Photographer of the month ঘোষণা করা হবে।

Best Photographer of the month এর জন্যে পুরষ্কার রয়েছে।

Book Photography Contest এর এডজুডিকেটর হিসেবে আছে Comilla University Photographic Society. ♥
Weekly Book Photography Contest.

বইয়ের ছবি তুলে, কিংবা পিডিএফ হলে অন্য মোবাইল দিয়ে বা স্ক্রিনশট,  আর ক্যামেরা বা নেটওয়ার্ক সমস্যা হলে ছবি না দিয়ে বই নিয়ে লিখেও পোস্ট করা যাবে। [তবে ছবি ছাড়া পোস্ট ফটোগ্রাফি কন্টেস্টের জন্যে কাউন্ট করা হবে না ]

নির্দেশনা:

- এর সাথে রিভিউ লিখে বিজয়ী হওয়ার কোন সম্পর্ক নেই। দুটা আলাদা কার্যক্রম।
- ছবির সাথে অবশ্যই বইয়ের নাম,  ডিভাইসের নাম ও ছবি তোলার তারিখ ও স্থান উল্লেখ করতে হবে।
- সবাইকে বই পড়ার জন্যে অনুপ্রাণিত করতে হবে।

আশাকরি বুক ফটোগ্রাফি কনটেস্ট সবাইকে বই পড়ায় উৎসাহিত করবে।
সবাইকে অংশগ্রহণের অনুরোধ রইলো।
ধন্যবাদ।

#টোকেন_অব_এপ্রিসিয়েশনঃ

6. প্রতি ৩০  দিনে প্রতি বিভাগ থেকে একজনকে বিভাগীয় বিজয়ী ঘোষণা করা হবে।

7. বিভাগীয় পর্যায়ের বিজয়ী থেকে প্রতি মাসে একজনকে জাতীয়ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

8.  বিজয়ীদের জন্যে আকর্ষণীয় পুরষ্কার রয়েছে।

বিশেষ দ্রষ্টব্যঃ আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র বই উৎসব সংরক্ষণ করবে। আপনার নাম ও বিভাগ ছাড়া কিছু প্রকাশ কিংবা হাতবদল হবে না। সাবমিট করা রিভিউ কর্তৃপক্ষের প্রোসেশনে থাকবে।  ধন্যবাদ।
Sign in to Google to save your progress. Learn more
বিভাগ *
জেলা ( বাংলায়) *
বই এর নাম *
নাম( বাংলায়) *
নাম ( ইংরেজিতে) *
যে ফেইসবুক আইডি থেকে গ্রুপে তিনটা পোস্ট করবেন সে আইডির নাম। *
- প্রতি বইয়ের জন্যে তারুণ্যের বই উৎসব গ্রুপে অবশ্যই তিনটা পোস্ট করতে হবে।  এর উপর আলাদাভাবে পুরস্কার রয়েছে।  তারুণ্যের বই উৎসব গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1333582920365246
ফেইসবুক আইডি লিংক
মোবাইল নাম্বার *
Gender *
ইমেইল এড্রেস
ঠিকানা *
আপনি কি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন?
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy