অনলাইন পরীক্ষা (ইসলামের ইতি. ও সংস্কৃতি 2য় পত্র)
অনলাইন পরীক্ষা (ইসলামের ইতি. ও সংস্কৃতি 2য় পত্র)
Sign in to Google to save your progress. Learn more
নাম *
রোল *
প্রশ্ন-১: ’শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?
1 point
Clear selection
প্রশ্ন-২: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
1 point
Clear selection
প্রশ্ন-৩: মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেন?
1 point
Clear selection
প্রশ্ন-৪: তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে- i. ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয় ii. রাজপুতদের প্রাধান্য খর্ব হয় iii. বাণিজ্যিক পথ সুগম হয়। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও: মহাবীর তারিক বিন জিয়াদ স্পেনীয় রাজা রডারিককে পরাজিত করে স্পেন অধিকার করেন এবং সেখানে ইসলামের ভিত্তি স্থাপন করেন। স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।    প্রশ্ন-৫: তারিক বিন জিয়াদ ভারতে মুসলিম ইতিহাসে কোন ব্যক্তির কথা মনে করিয়ে দেয়?
1 point
Clear selection
প্রশ্ন-৬: তারিক বিন জিয়াদের সাথে উক্ত ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়- i. যুদ্ধের কৌশলগত দিক দিয়ে ii. মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠায় iii. রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠায়। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-৭: সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?
1 point
Clear selection
প্রশ্ন-৮: সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন?
1 point
Clear selection
প্রশ্ন-৯: দিল্রি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
1 point
Clear selection
প্রশ্ন-১০: ‘রক্তপাত এবং কঠোরনীতি’র জন্য কে ইতিহাসে পরিচিতি লাভ করেছেন?
1 point
Clear selection
প্রশ্ন-১১: সুলতান আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন- i. সাম্রাজ্যের আর্থিক স্থিতিশীলতার জন্য ii. জনগণের সুবিধার জন্য iii. সাম্রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-১২: ‘Prince of Moneyers' বলা হয় কোন শাসককে?
1 point
Clear selection
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও: ভাগ্যবিড়ম্বনার শিকার হয়ে ক্রীতদাসে পরিণত হলেও নিজ মেধা আর যোগ্যতা দ্বারা বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলার শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ১২০৪ সালে বিজয় সম্পন্ন করেন।                   প্রশ্ন-১৩: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির সাথে নিচের কোন বীরের সাদৃশ্য রয়েছে?
1 point
Clear selection
প্রশ্ন-১৪: উক্ত বীরদ্বয়ের মধ্যে সাদৃশ্য সৃষ্টির কারণ- i. উভয়ে ক্রীতদাস ছিলেন ii. দুজনই দুটি পৃথক অঞ্চলে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন iii. উভয়ই বাংলার সফল শাসক ছিলেন। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-১৫: পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
1 point
Clear selection
প্রশ্ন-১৬: ফিরোজ শাহ তুঘলক ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য- i. প্রান্তিক কর বিলোপ করেন ii. নতুন মুদ্রানীতি প্রচলন করেন iii. মুদ্রাব্যবস্থার সংস্কার করেন। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-১৭: মনসব শব্দের অর্থ কী?
1 point
Clear selection
প্রশ্ন-১৮: শেরশাহ এর বাল্যনাম কী?
1 point
Clear selection
প্রশ্ন-১৯: কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
1 point
Clear selection
প্রশ্ন-২০: সম্রাট জাহাঙ্গীরের অন্যতম কৃতিত্ব হচ্ছে- i. সমর বিজেতা ii. ন্যায়বিচারক iii. ধর্মমতের প্রবর্তক। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও: আছিমপুর গ্রামে এ বছর শস্যহানি ঘটায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। দুর্ভিক্ষের মাত্রা এমন তীব্রতর হয়েছিল যে, ক্ষুণ্নিবৃত্তি নিবৃত করতে মানুষ মানুষের মাংস খেয়েছিল। তবে এ দুর্ভিক্ষে গ্রামের মেম্বার প্রচুর ত্রাণসামগ্রী বিতরণ করে দুর্ভিক্ষ লাঘবের চেষ্টা করেন।                        প্রশ্ন-২১; উদ্দীপকে কোন মুঘল সম্রাটের শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছিল?
1 point
Clear selection
প্রশ্ন-২২: উক্ত শাসক বিজয় করেছিল- i. আহমদনগর ii. বিজাপুর iii. গোলকুণ্ডা। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-২৩ : ঢাকা সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে বাংলার রাজধানী হয়?
1 point
Clear selection
প্রশ্ন-২৪: মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কত সালে?
1 point
Clear selection
প্রশ্ন-২৫: তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
1 point
Clear selection
প্রশ্ন-২৬: কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
1 point
Clear selection
প্রশ্ন-২৭: কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়?
1 point
Clear selection
প্রশ্ন-২৮: মুসলমানরা বঙ্গভঙ্গের পরিকল্পনাকে সমর্থন জানায় কেন?
1 point
Clear selection
প্রশ্ন-২৯: কত খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব উ্ত্থাপন করা হয়?
1 point
Clear selection
প্রশ্ন-৩০: ছিয়াত্তরের মন্বন্তর সৃষ্টি হয়েছিল কেন?
1 point
Clear selection
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও: সাম্প্রদায়িক কারণে ২০১১ সালে সুদান রাষ্ট্রটি বিভক্ত হয়ে উত্তর সুদান ও দক্ষিণ সুদান নামে দুটি পৃথক রাষ্ট্রের উদ্ভব হয়। প্রশাসনিক ও অর্থ- নৈতিক কারণও উক্ত রাষ্ট্রের উদ্ভবে মূখ্য ভূমিকা পালন করে।          প্রশ্ন-৩১: উদ্দীপকের সুদান বিভক্তির সাথে নিচের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?
1 point
Clear selection
প্রশ্ন-৩২: উক্ত ঘটনার ফলে- i. ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে ii. বাঙালির নিজস্ব ভাষার মর্যাদা রক্ষা পায় iii. পাকিস্তান ও ভারত নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্ম হয়। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-৩৩: ভাষা আন্দোলন পূর্ব বাংলায়- i. অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটায় ii. রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে iii. সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটায়। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-৩৪: অধ্যাপক ইমতিয়াজ বুলবুল শ্রেণিকক্ষে ঐতিহাসিক ব্রিটিশ ম্যাগনাকার্টার কথা আলোচনা করছিলেন। এটি বাঙালির কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
1 point
Clear selection
প্রশ্ন-৩৫: বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল?
1 point
Clear selection
প্রশ্ন-৩৬: কয়টি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
1 point
Clear selection
প্রশ্ন-৩৭: উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্ব কোনটি?
1 point
Clear selection
প্রশ্ন-৩৮: পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তান বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিল- i. প্রশাসনিক ক্ষেত্রে ii. শিক্ষা ক্ষেত্রে iii. সামরিক ক্ষেত্রে। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
নিচের অনুচ্ছেটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও: কেনিয়ার একটি অঞ্চলের সোহাহিলি ভাষাভাষীরা তাদের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন করে। আন্দোলনের ওপর পুলিশ গুলি চালালে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে।                                  প্রশ্ন-৩৯: সোহাহিলি ভাষাভাষীদের আন্দোলন বাঙালি কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়?
1 point
Clear selection
প্রশ্ন-৪০: উদ্দীপকের ঘটনা ও বাঙালির এ আন্দোলন একই ধারায় প্রবাহিত হয়েছে- i. চেতনাগত দিক দিয়ে ii. ফলাফলগত দিক দিয়ে iii. কার্যক্রমগত দিক দিয়ে। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
প্রশ্ন-৪১: ২৫ মার্চের রাতের গণহত্যা কী নামে পরিচিত?
1 point
Clear selection
প্রশ্ন-৪২: ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন লাভ করেছিল?
1 point
Clear selection
প্রশ্ন-৪৩: ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অন্যতম তাৎপর্য কোনটি?
1 point
Clear selection
প্রশ্ন-৪৪: মুজিবনগর সরকার কত সালে শপথ বাক্য পাঠ করে?
1 point
Clear selection
প্রশ্ন-৪৫: সর্বপ্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
1 point
Clear selection
প্রশ্ন-৪৬: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়- i. জনগণের অধিকারের কথা বলার কারণে ii. বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে iii. সাম্প্রদায়িক কারণে। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও: আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং সমঅধিকারের ভিত্তিতে গড়ে ওঠা একটি সুশৃঙ্খল আমেরিকার স্বপ্ন দেখতেন। তিনি শোষিত ও সুবিধাবঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ করে আমেরিকায় তাদের অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন। তবে আততায়ীর কালো হাত তাকে বেশিদিন বাঁচতে দেয়নি।                                                                     প্রশ্ন-৪৭: উদ্দীপকে মার্টিন লুথার কিং এর সাথে পূর্ব পাকিস্তানের কোন নেতার সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়?
1 point
Clear selection
প্রশ্ন-৪৮: উদ্দীপকে বর্ণিত অধিকার প্রতিষ্ঠায় সক্ষম হওয়া বলতে পূর্ব পাকিস্তানের কোন অবস্থাকে ইঙ্গিত করে?
1 point
Clear selection
প্রশ্ন-৪৯: নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও: আড়াইহাজার উপজেলার ভূমি মহাজনেরা কৃষকদের ধান চাষের পরিবর্তে আখ চাষ করতে বাধ্য করে। এ বাধ্যতা স্বীকার না করলে তাদের অত্যাচার ও নির্যাতনের ফলে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমন অবস্থায় জাহির হোসেন ভূমি মহাজনদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য কৃষকদের সংগঠিত করার পদক্ষেপ গ্রহণ করেন।         প্রশ্র-৪৯: জাহির হোসেনের সাথে বাংলার কোন বীরের কর্ম প্রচেষ্ঠার সাদৃশ্য দেখা যায়?
1 point
Clear selection
প্রশ্ন-৫০: কৃষকদের পক্ষে উক্ত বীরের কর্ম প্রচেষ্টার ফলশ্রুতিতে- i. কৃষকেরা প্রতিবাদী শক্তিতে পরিণত হয় ii. কৃষকদের প্রতি নির্যাতন বন্ধ হয় iii. জমিদারদের ধ্বংস নিশ্চিত হয়। নিচের কোনটি সঠিক?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy