Application for Research/Travel Grant for Children Science Congress 2019
এবছর থেকে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে যোগ হচ্ছে নতুন একটি অনুষঙ্গ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য হতে নির্বাচিতদের জন্য রিসার্চ এবং ট্রাভেল গ্রান্টের ব্যবস্থা করা হবে। যারা ইতোমধ্যে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের জন্য কনসেপ্ট পেপার জমা দিয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে তারা এই রিসার্চ/ট্রাভেল গ্রান্টের জন্য আবেদন করতে পারবে।

তুমি যদি এখনও কংগ্রেসের জন্য নিবন্ধন করে না থাকো তবে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন করা যাবে ৩১ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য দেখো: www.cscongress.net

তুমি যদি ইতোমধ্যে রেজিস্ট্রেশন করে থাকো তবে তোমার কনসেপ্ট পেপার নির্বাচিত হয়েছে কিনা দেখতে নির্বাচিত কনসেপ্ট পেপারের তালিকা দেখো। তালিকা দেখতে পারবে এই লিংকে: http://cscongress.net/registration/list

তোমার কনসেপ্ট পেপার নির্বাচিত হওয়ার পর তোমার যদি রিসার্চ বা ট্রাভেল গ্রান্ট প্রয়োজন হয় তাহলে এই ফর্মটি পূরণ করো। এই ফর্মটি যত্নের সঙ্গে পুরণ করতে চেষ্টা করো। কারণ এই ফর্মে প্রশ্নগুলোর উত্তর এবং তোমার কনসেপ্ট পেপার এই দুটো বিষয় দেখেই আসলে রিসার্চ/ট্রাভেল গ্রান্টের নির্বাচন করা হবে।

নোট: রিসার্চ/ট্রাভেল গ্রান্টের জন্য আবেদনকারীদের মধ্য হতে শুধু নির্বাচিতদেরই গ্রান্ট দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে নির্বাচনের জন্য মোবাইলে ভাইভা নেওয়া হতে পারে।
__________________________________________________
রিসার্চ গ্রান্টেরর জন্য আবেদনের শেষ তারিখ: ১২ এপ্রিল ২০১৯
রিসার্চ গ্রান্টের নির্বাচিতদের সর্বশেষ তালিকা প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯

ট্রাভেল গ্রান্টের জন্য আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০১৯
ট্রাভেল গ্রান্টের জন্য নির্বাচিতদের সর্বশেষ তালিকা প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯
__________________________________________________
রিসার্চ/ট্রাভেল গ্রান্ট দেওয়া হবে মাকসুদুল আলম বিজ্ঞানাগারের উদ্যোগে।
Sign in to Google to save your progress. Learn more
নিবন্ধন সংক্রান্ত অংশ
ইমেইল আইডি
দলীয় ক্ষেত্রে দলের যে কোন একজনের ইমেইল আইডি দিলেই হবে। পরবর্তী যোগাযোগ ইমেইলে করা হবে। ক্ষেত্র বিশেষ ফোনও দেওয়া হতে পারে।
তুমি কি শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৯-এর জন্য নিবন্ধন করেছ? *
তোমার কনসেপ্ট পেপার কি নির্বাচিত হয়েছে? *
তোমার নিবন্ধন কি দলীয়? *
তোমাদের দলে কয়জন সদস্য? *
তোমার/তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কত? *
নম্বর ইংরেজিতে লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর খুঁজে না পেলে http://cscongress.net/registration/list লিংকে খুঁজে দেখো।
তোমার/তোমাদের ক্যাটাগরি কী? *
তুমি/তোমরা কোন বিষয়ে অংশ নিচ্ছ? *
তোমাদের দলের প্রথম সদস্যের নাম কী? *
ইংরেজিতে লেখো।
তোমাদের দলের প্রথম সদস্যের মোবাইল নম্বর লিখো। *
ইংরেজিতে লেখো।
তোমাদের দলে দ্বিতীয় সদস্যের নাম কী?
ইংরেজিতে লেখো। দলে সদস্য একজন হলে এই ঘরটি ফাঁকা রাখো।
তোমাদের দলে দ্বিতীয় সদস্যের মোবাইল নম্বর লিখো।
ইংরেজিতে লেখো। দলে সদস্য একজন হলে এই ঘরটি ফাঁকা রাখো।
তোমাদের দলে তৃতীয় সদস্যের নাম কী?
ইংরেজিতে লেখো। দলে সদস্য এক/দুইজন হলে এই ঘরটি ফাঁকা রাখো।
তোমাদের দলে তৃতীয় সদস্যের মোবাইল নম্বর লেখো।
ইংরেজিতে লেখো। দলে সদস্য এক/দুইজন হলে এই ঘরটি ফাঁকা রাখো।
তোমাদের গবেষণার শিরোনাম কী? *
তোমরা কোন জেলায় বাস করো? *
তোমার কনসেপ্ট পেপার *
তুমি যদি কনসেপ্ট পেপারটি লিখতে চাও তাহলে নিচের বক্সে লিখে দাও। যদি কনসেপ্ট পেপারটি কোন ডক ফাইল বা পিডিএফ হয়, অথবা ইমেজ ফাইল হয় তবে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে আপলোড করে এইখানে লিংক দাও।
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy