Tiger Run 2021
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে “টাইগার রান” (বাঘ দৌড়)-২০২১ আয়োজন করতে যাচ্ছে “সেইফ” এবং “বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব”।
“মুজিববর্ষে বাঘ বাঙ্গালী জনগন ও বাঘ বাঁচালে বাঁচবে সুন্দরবন” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২৯-৩১ জুলাই, ২০২১ বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে “টাইগার রান” (বাঘ দৌড়)-২০২১ ভার্চুয়ালী অনষ্ঠিত হবে। পৃথিবীর যে কোন জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবে।

এই ইভেন্টে, অংশগ্রহণকারীরা দুইটি উপায়ে ইভেন্টে যোগ দিতে পারেন। পুরুষ এবং মহিলা উভয়ই এই ম্যারাথনে ও এমটিবি/সাইকেল রাইডে অংশ নিতে পারবেন।

১. ম্যারাথন অংশে ফুল ম্যারাথন (৪২.২ কি.মি.) হাফ ম্যারাথন (২১.১ কি.মি.), মিনি ম্যারাথন (১০ কি. মি.), ওয়াকথন (৫ কি. মি.) বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে।
২. এমটিবি/সাইকেল রাইডের অংশে, অংশগ্রহণকারীরা ২৫ কি.মি./৫০ কি.মি./১০০ কি.মি যাত্রায় অংশগ্রহণ করতে পারবে।

এই দুইটি ইভেন্টে এর জন্য অংশগ্রহণকারীরা ম্যারাথন/রাইড উভয়ক্ষেত্রে ডাটা সংরক্ষণ ও প্রেরন এর জন্য ডিজিটাল নির্ভরযোগ্য অ্যাপস্ ব্যবহার করতে হবে।

যারা সফলভাবে ইভেন্ট শেষ করবেন, তাদের সবাইকে ফিনিশার আনলাইন ই-সার্টিফিকেট প্রদান করা হবে। রেজিষ্ট্রেশন কিট এ থাকছে টাইগার রান এর জার্সি। লকডাউন সহ নানা কারনে আমরা এ বছর মেডেল এর আয়োজন করতে পারছি না। এই জন্য আমরা দুঃখিত।  

নিবন্ধন ফি:
* ৫০০ টাকা।
(আমাদের অফিসসহ বিভিন্ন পিক-আপ পয়েন্ট থেকে কিট সংগ্রহ করতে হবে )
* কুরিয়ার (ঢাকার ভেতরে হলে) ফিঃ ৫৬০ টাকা।
* কুরিয়ার (ঢাকার বাইরে হলে) ফিঃ ৬২০ টাকা।

বিকাশ/রকেট নাম্বার - ০১৭৩০-০৫৪৮৮৯ এবং নগদ/উপায় নাম্বার - ০১৮৪১-২৮২২২২

আপনার নিবন্ধনের টাকা পাঠানোর পর, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বার, আপনার নাম, ট্রানজেকশন নাম্বার এবং টিশার্ট সাইজ লিখে - ০১৭৩০-০৫৪৮৮৯ এই নাম্বারে ম্যাসেজ ও হোয়াটসঅ্যাপ এ তথ্য প্রদান করার পর ফিরতি ম্যাসেজে কোড নাম্বারটি সংরক্ষণ করুণ।

নিবন্ধকরণ শেষ তারিখঃ ১৫ জুলাই ২০২১
যোগাযোগঃ
Email : bangladeshadventureclub@yahoo.com
web : www.bangladeshadventure.club
Sign in to Google to save your progress. Learn more
Full Name *
Email *
Mobile *
Address *
Organizations
National ID/Passport/Birth Certificate *
Experience
Category *
If Marathon which section?
Clear selection
If MTB Ride, which section?
Clear selection
Which app you will use?
Organizers have full authority to make any modification/change in this event. Are agree? *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy